নারী বিশ্বকাপ বাছাইয়ে দুই বাংলাদেশি আম্পায়ার

মাসুদুর রহমান মুকুল ও সাথিরা জাকির জেসি
মাসুদুর রহমান মুকুল ও সাথিরা জাকির জেসি   © সংগৃহীত

নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে খেলতে বৃহস্পতিবার পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। তবে নিগার সুলতানা জ্যোতিরা মাঠে খেললেও বৈশ্বিক এই টুর্নামেন্টের বাছাইপর্বে বাংলাদেশের আরও দুই প্রতিনিধি থাকছেন। 

বাংলাদেশি দুই আম্পায়ার মাসুদুর রহমান মুকুল এবং সাথিরা জাকির জেসি মাঠে থেকে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ পরিচালনা করবেন । তাদেরকে রেখেই ১০ জন আম্পয়ারের তালিকা প্রকাশ করেছে আইসিসি। এর সঙ্গে তিনজন ম্যাচ রেফারির নামও জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

এর আগে, নারীদের এশিয়া কাপ ও অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করেছেন জেসি। অন্যদিকে আইসিসির বিভিন্ন ইভেন্টে ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা আছে মুকুলের।

আগামী ৫ এপ্রিল থেকে ৬ দল নিয়ে বৈশ্বিক এই টুর্নামেন্টের বাছাইপর্ব শুরু হবে। এ ছাড়া ১৯ এপ্রিল শেষ হবে বিশ্বকাপের মূলমঞ্চে জায়গা করে নেওয়ার এই লড়াই। এই বাছাইপর্ব শেষে শীর্ষ দুই দল ভারতে অনুষ্ঠেয় নারী ওয়ানডে বিশ্বকাপে খেলার টিকিট পাবে।

আম্পয়ারদের তালিকা: মাসুদুর রহমান মুকুল (বাংলাদেশ), সাথিরা জাকির জেসি (বাংলাদেশ), বাবস গকুমা (দক্ষিণ আফ্রিকা), ক্যান্ডেস লা বোর্ডে (ওয়েস্ট ইন্ডিজ), দেদুনু ডি সিলভা (শ্রীলঙ্কা), ডনোভান কচ (অস্ট্রেলিয়া), ফয়সাল খান আফ্রিদি (পাকিস্তান), সালিমা ইমতিয়াজ (পাকিস্তান), সারাহ ডামবানেভানা (জিম্বাবুয়ে), শন হেইগ (নিউজিল্যান্ড)।

ম্যাচ রেফারিদের তালিকা: আলী নাকভি (পাকিস্তান), শান্দ্রে ফ্রিটজ (দক্ষিণ আফ্রিকা), ট্রুডি অ্যান্ডারসন (নিউজিল্যান্ড)।


সর্বশেষ সংবাদ