ইমনের সেঞ্চুরিতে জয়রথ অব্যাহত আবাহনীর
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ০৮:৩৩ PM , আপডেট: ২৪ মার্চ ২০২৫, ০৮:৩৩ PM

ওপেনার পারভেজ হোসেন ইমনের সেঞ্চুরিতে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শীর্ষস্থান ধরে রেখেছে আবাহনী লিমিটেড। অষ্টম রাউন্ডে ধানমন্ডি স্পোর্টস ক্লাবকে ৫ উইকেটে হারিয়েছে আবাহনী। এই জয়ে ৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আবাহনী লিমিটেড। ৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টমস্থানে ধানমন্ডি।
সোমবার (২৪ মার্চ) মিরপুর শেরে-বাংলা-জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৮৮ রানে ষষ্ঠ উইকেট হারায় ধানমন্ডি। সপ্তম উইকেটে ৮৪ রানের জুটিতে দলকে চাপমুক্ত করেন ফজলে মাহমুদ ও জিয়াউর রহমান। দলীয় ১৭২ রানে ফজলে থামার পর দলের রান ২শতে নেন জিয়াউর।
৭ চার ও ৩ ছক্কায় ৮৭ রান করেন ফজলে। ইনিংসের শেষ ওভারে আউটের আগে ৫ চার ও ২ ছক্কায় ৫৭ রান করেন জিয়াউর। ৫০ ওভারে ৯ উইকেটে ২০১ রান করে ধানমন্ডি।
নাহিদ রানা ও রাকিবুল হাসান ৪টি করে উইকেট নেন।
জবাবে ওপেনার ইমনের সেঞ্চুরি ও মোসাদ্দেক হোসেনের হাফ-সেঞ্চুরিতে ৬৪ বল বাকি থাকতে জয়ের স্বাদ পায় আবাহনী। ৭৫ রানে ৪ উইকেট পতনের পর পঞ্চম উইকেটে ১২৫ রানের জুটিতে আবাহনীর জয়ের পথ সহজ করেন ইমন ও মোসাদ্দেক।
৩টি করে চার-ছক্কায় ৬৪ বলে ৫৪ রান করেন মোসাদ্দেক। অন্যপ্রান্তে দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন ইমন। লিস্ট ‘এ’ ক্রিকেটে ষষ্ঠ সেঞ্চুরি পাওয়া ইমন ১৩ বাউন্ডারি ও ৫ ওভার বাউন্ডারিতে ১৩৩ বলে অপরাজিত ১২৪ রান করেন।
মোহাম্মদ ইনামুল ৪ উইকেট নেন।