বাংলা একাডেমিতে জাতীয় বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের পুরষ্কার বিতরণ
বাংলাদেশ ডায়ালোগ ও ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির উদ্যোগে বিভিন্ন স্কুল কলেজের ৬৪টি বিতার্কিক দল নিয়ে ২-দিনব্যাপী ‘টিবিডি ডিসিডিএস সিভিল ডিসকোর্স ন্যাশনালস্ ২০২৫’ বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার ( ৮ জুলাই) বিকেল ৩ টায় বাংলা একাডেমি আব্দুল করিম সাহিত্য বিশারদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রধান অতিথি হিসেবে এই প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অংশ নেন।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ এ.কে.এম ইলিয়াস,বিএনপি ফরেইন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ইসরাফিল খসরু, ব্যারিস্টার রাশনা ইমাম, নাজিম ফারহান,দ্যা বাংলাদেশ ডায়ালগের এক্সিকিউটিভ ডিরেক্টর রুবায়েত মান্নান রাফি।
উক্ত অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,"আমাদের তরুণরা আগে থেকে অনেক বেশী যোগ্য হয়ে উঠেছে যা আমাদের আগামীর বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখতে বাধ্য করে।
আরও পড়ুন: রায়ের বিরুদ্ধে আপিল করেনি এনটিআরসিএ
‘আমাদের ছেলেরা এখন আমাদের চেয়ে অনেকদূর এগিয়ে গিয়েছে।’
‘আমরা লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি তোমার-আমার সকলের কথা বলার অধিকার রয়েছে, নিজ নিজ মত প্রকাশের স্বাধীনতা রয়েছে।’
ঢাকা কলেজের অধ্যক্ষ একেএম ইলিয়াস বলেন,
‘যুক্তি নির্ভর সমাজ বিনির্মাণে বিতর্ক খুবই কার্যকরী ভূমিকা পালন করে।’
ইসরাফিল খসরু বলেন,‘কোন সমাজেই শতভাগ মতের ঐক্য থাকে না। একটা সমাজে মতের পার্থক্য থাকবে এটাই স্বাভাবিক। এই মতের পার্থক্য বিভাজন না। নানান মতের পার্থক্য নয়েই আমাদের এগিয়ে যেতে হবে। ’
‘আমাদের একটি কালেক্টিভ ন্যারেটিভ তৈরি করতে হবে। এবং তা সম্ভব হবে সিভিল ডিসকাশন তথা সিভিল ডিসকোর্সের মাধ্যমেই।’
টিবিডির এক্সিকিউটিভ ডিরেক্টর রুবাইয়াত মান্নান রাফি বলেন,‘ আমরা ভবিষ্যতেও এই বিতর্ক প্রতিযোগিতাকে এগিয়ে নিয়ে যেতে চাই।’
সারাদেশ থেকে দেশবরেণ্য বিভিন্ন স্কুল ও কলেজের ৬৪ টি দলের ২০০ এর অধিক শিক্ষার্থী ও বিতার্কিকের অংশগ্রহণে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়। রানার্স আপ হয়েছে শামসুল হক খান স্কুল এন্ড কলেজ।
কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে আদমজী ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ এবং রানার্সআপ হয়েছে ঢাকা রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ।
এছাড়াও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রদর্শনী বিতর্কে অংশ নেন লেখক ও রাজনৈতিক বিশ্লেষক আশরাফ কায়সার ও উদ্যোক্তা ফাহিম মাশরুর। প্রদর্শনী বিতর্ক সঞ্চালনায় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া।