৩১ অক্টোবর ২০২৫, ০৪:৪০

ব্রাহ্মণবাড়িয়ায় ৬ শতাধিক শিক্ষার্থীর মাঝে কোরআন বিতরণ শিবিরের

ব্রাহ্মণবাড়িয়ার সরকারি কলেজে শিবিরের অনুবাদসহ পবিত্র কোরআন বিতরণ  © টিডিসি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শাখার উদ্যোগে ছয় শতাধিক শিক্ষার্থীর মাঝে বাংলা অনুবাদসহ পবিত্র কোরআন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি হাসান মাহমুদ, অর্থ সম্পাদক ইয়াসিন আরাফাত, সরকারি কলেজ শাখার সেক্রেটারি কাজী খাইরুল ইসলাম মিয়াদসহ সংগঠনের জেলা ও কলেজ শাখার নেতৃবৃন্দ।

আরও পড়ুন: আমরা ছাত্ররাজনীতির গুণগত পরিবর্তন চাই : শিবির সভাপতি

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে কোরআন বিতরণে তাদের নৈতিক ও মানবিক মূল্যবোধ জাগ্রত হবে। কোরআনের আলোকে সত্য, ন্যায় ও সততার পথে চলার শিক্ষা গ্রহণ করে শিক্ষার্থীরা সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের হাতে কোরআন তুলে দেওয়া হয়। কোরআন পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেন এবং ইসলামী মূল্যবোধ ধারণ করে সমাজ ও রাষ্ট্র গঠনে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।