কলেজে ‘ঘুরতে এসে’ ছাত্রীকে উত্ত্যক্ত, বহিরাগত যুবক আটক
রাজশাহী কলেজের বাংলা বিভাগের অনার্স ৩য় বর্ষের ক্লাস চলাকালীন নারী শিক্ষার্থীদের উত্ত্যক্তের অভিযোগে শ্রী কৃষ্ণ কুমার ঘোষ নামে এক বহিরাগতকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। শনিবার (১৭ মে) দুপুর ২টায় তাকে আটকের পর বোয়ালিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করেন শিক্ষার্থীরা। পুলিশ জানায়, আটক ওই যুবক কলেজে ঘুরতে এসেছিলেন।
আটককৃত যুবকের ঠিকানা জানা যায়নি। তবে তার পিতা-মাতার নাম জানা গেছে। তার পিতার নাম শ্রী শঙ্খ কুমার ঘোষ এবং মাতা শ্রীমতী চন্দনা কুমার ঘোষ। তিনি রাজশাহীর একটি কলেজ থেকে এইচএসসি পাশ করেছেন। কলেজের ছাত্র না হয়েও তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে ক্লাস করে থাকেন বলে নিজেই স্বীকারোক্তি দেন।
ঘটনার বর্ণনায় শিক্ষার্থীরা জানান, ক্লাসের শুরু থেকেই আটককৃত যুবকের পোশাক এবং কাছে কোনো বই-খাতা না দেখে সন্দেহজনক মনে হয়। ক্লাসে ঢুকে কয়েকজন নারী শিক্ষার্থীর কাছে তার পরিচয় জিজ্ঞেস করেন এবং তাদের সঙ্গে আগ বাড়িয়ে নানা ধরনের কথা বলার চেষ্টা করেন। পরে ক্লাসের কেউ তাকে চিনতে না পেরে সন্দেহজনক মনে হলে তার রোল জিজ্ঞেস করলে তিনি প্রথমবার ৮৪ পরে ১৮৪ রোল জানায়। কিন্তু সেসময় ১৮৪ রোলের শিক্ষার্থী সাইফুদ্দিন ক্লাসে উপস্থিত ছিলেন। এছাড়াও ডিপার্টমেন্টের বিভিন্ন তথ্য সম্পর্কে তার কাছে জানতে চাইলে তিনি কোনো সঠিক তথ্য দিতে পারেনি। এর বাইরে, তিনি একেক সময় একেক ঠিকানা দিতে থাকেন।
আরও পড়ুন: ঢাকা আলিয়ায় ছাত্রলীগ নেতাকে মেরে পুলিশে দিল ছাত্রদল
শিক্ষার্থীরা আরও জানান, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আটককৃত যুবক স্বীকারোক্তি দেন, তিনি দীর্ঘদিন কলেজে আসা-যাওয়া করছেন এবং একেক দিন একেক বিভাগে ক্লাস করতেন। জিজ্ঞাসাবাদে তার আচরণ সন্দেহজনক হওয়ায় বিভাগের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়। এরপর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিষিদ্ধ ঘোষিত সংগঠন রাজশাহী কলেজের সাবেক ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষের দুঃসম্পর্কের খালাতো ভাই হিসেবে তার প্রমাণ মেলে।
বাংলা বিভাগের এক শিক্ষার্থী বলেন, আটককৃত যুবকের বিরুদ্ধে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার অভিযোগ রয়েছে। এমনকি তার এক বান্ধবী মনোবিজ্ঞান বিভাগে পড়ে। তাকেও তিনি একদিন ক্যাম্পাসে উত্ত্যক্ত করেছেন।
এ বিষয়ে জানতে চেয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমানবলেন, যাকে আটক করা হয়েছে সে কলেজে ঘুরতে এসেছিল। এছাড়াও সে নাকি রাজশাহী কলেজের সাবেক ছাত্রলীগ নেতা রকি কুমার ঘোষের দুঃসম্পর্কের আত্মীয়। কলেজ কর্তৃপক্ষ তার বিরুদ্ধে বাদী হয়ে ইভটিজিংয়ের মামলা করেছে। তাকে আদালতে চালান করা হবে।