আম গাছে ঝুলছিল কলেজ ছাত্রের মরদেহ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © সংগৃহীত

নওগাঁর মান্দায় আম গাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় থাকা কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (৯ এপ্রিল) বেলা ১১ টার দিকে উপজেলার চকউলী গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার থানা পুলিশ।

নিহত রায়হান মোল্লা (২৩) উপজেলার চকউলী গ্রামের আব্দুল খালেদ মোল্লার ছেলে এবং স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রায়হান মানসিক ভারসাম্যহীন এবং মাদকাসক্ত ছিল। মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে পারিবারিক বিরোধের জেরে বাবা মায়ের উপর অভিমান করে বাড়ির বাহিরে আসে।

আজ সকালে বাড়ির পাশের একটি আম গাছের ডালে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে থানায় ফোন দেয়া হলে ঝুলন্ত অবস্থায় নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

আরো পড়ুন: পরিশ্রম আর সৃষ্টিকর্তার আশীর্বাদই ছিল ঢাবিতে চান্স পাওয়া প্রান্তীর মূল চাবিকাঠি

বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, ‘খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’


সর্বশেষ সংবাদ