২৫ জানুয়ারি ২০২৬, ০৯:৫০

সকালে ভূমিকম্পে কাঁপল এক জেলা

ভূমিকম্প  © ফাইল ছবি

দেশে উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) সকাল ৮টা ৩৪ মিনিটে রিকটার স্কেলে ৩ দশমিক ৪ মাত্রায় এ ভূমিকম্প অনুভূত হয়। জেলার ৩৩ কিলোমিটার পূর্বে আটঘরিয়া এলাকায় এর উৎপত্তিস্থল বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভূমিকম্পের কথা জানান জেলার অনেক বাসিন্দা। পীরগঞ্জ ও রানীশংকৈলের বাসিন্দারা এটি বেশি বুঝতে পেরেছেন বলে জানান।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে মুরগিবাহী ট্রাকের ধাক্কায় কলেজছাত্র নিহত

আবহাওয়া অধিদফতরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের অফিস সহকারী গোলাম মোস্তফা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ঠাকুরগাঁওয়ের আটঘরিয়া এলাকায় ৩ দশমিক ৪ মাত্রায় ভূমিকম্প হয়েছে। এতে বিভিন্ন স্থান মৃদু কেঁপে ওঠে। তবে এর তেমন ভয়াবহতা নেই।