২৯ নভেম্বর ২০২৫, ১৯:৩১

বটিয়াঘাটার মানুষের ভাগ্যের উন্নয়নে নিজেকে সমর্পণ করতে এসেছি

জনসভা ও দোয়া অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন জিয়াউর রহমান পাপুল  © টিডিসি

খুলনা-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জিয়াউর রহমান পাপুল বলেছেন, ‘গত এক যুগে দাকোপ-বটিয়াঘাটা ছিল অবহেলিত জনপদ। উন্নয়নবঞ্চিত এ এলাকার মানুষ একটি রাজনৈতিক গোষ্ঠীর কাছে জিম্মি হয়ে পড়েছিল। শহরের প্রান্তসীমায় অবস্থিত বটিয়াঘাটার মানুষ নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। অপার সম্ভাবনাময় এ উপজেলায় আমি শিল্প ও কৃষি বিপ্লব ঘটাতে চাই। বটিয়াঘাটার মানুষের ভাগ্যের উন্নয়নে আমি নিজেকে সমর্পণ করতে এসেছি।’

শনিবার (২৯ নভেম্বর) বেলা তিনটায় বটিয়াঘাটা বাজার মাঠে অনুষ্ঠিত জনসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।জনসভায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করেন। এ সময় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। 

পাপুল বলেন, ‘নদীভাঙন রোধে বটিয়াঘাটায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে। উপজেলাবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আধুনিক হাসপাতাল গড়ে তোলা হবে। আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন বিনোদনকেন্দ্র স্থাপনের মাধ্যমে পর্যটনশিল্পের বিকাশ সাধন করা হবে। জলমা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে সাজানো হবে।’

’৯০-এর এরশাদ পতন আন্দোলনে ঢাকার রাজপথে সাহসী ভূমিকার কথা উল্লেখ করে বিএনপির বিএনপির এই নেতা আরও বলেন, ‘আধুনিক পদ্ধতিতে চাষাবাদের মাধ্যমে মৎস্য এবং কৃষি উৎপাদন দ্বিগুণ করা হবে। বটিয়াঘাটা শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের একটি  সম্ভাবনাময় উপজেলা। এখানে নতুন নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা হবে। ফলে বদলে যাবে এ জনপদের অর্থনীতি। সব সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি অসাম্প্রদায়িক ও উন্নত  উপজেলা হিসেবে বটিয়াঘাটাকে প্রতিষ্ঠিত করাই আমার মূল লক্ষ্য।’

আরও পড়ুন: তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের অবস্থান জানালেন শফিকুল আলম

উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামিমের সভাপতিত্বে ও উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক এম এম এ বাশারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন খুলনা জেলা বিএনপির সদস্য সুলতান মাহমুদ, শাকিল আহমেদ দিলু, জিএম রফিকুল হাসান, মনিরুজ্জামান লেলিন, আসাবুর রহমান পাইলট, চালনা পৌর বিএনপির সাবেক সদস্যসচিব আল আমিন সানা, দাকোপ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গাজী জাহাঙ্গীর আলম, ভান্ডারকোট ইউনিয়ন বিএনপির সভাপতি সফিকুজ্জামান মৌলঙ্গী, গঙ্গারামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিয়ার রহমান, আমিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন।

এ ছাড়া বক্তব্য দেন বালিয়াডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা হাওলাদার, বালিয়াডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি শেখ হুমায়ুন কবির, সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোল্লা ইমরান আহম্মেদ, জলমা ইউনিয়ন বিএনপির উপদেষ্টা আব্দুস সাত্তার আকন, জলমা ইউনিয়ন বিএনপির সদস্যসচিব আসাবুর রহমান হাওলাদার, ভান্ডারকোট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কবির আকুঞ্জি,সুরখালি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, আমিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসাদ মোল্লা,সদর ইউনিয়ন বিএনপির সদস্যসচিব পলাশ মহলদার, সুরখালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ এনামুল। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনো, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মাসুম বিল্লাহ, সাবেক সিনিয়র সহসভাপতি ফজলুল হক ফারুক, জেলা মহিলা দলের সহসভাপতি রেহানা ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন লিটন, বটিয়াঘাটা উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা, উপজেলা ছাত্রদলের সভাপতি শাকিল আহমেদ, জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক আরিফুজ্জামান দুলু প্রমুখ।