পাঁচ শিক্ষার্থীকে পড়িয়েছে ১৩ শিক্ষক, তবুও সবাই ফেল!
নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মোছলেহ উদ্দিন ভূইয়া কলেজে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। এবারের এইচএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটির মাত্র ৫ জন শিক্ষার্থী অংশ নেয়। অথচ তাদের পড়ানোর জন্য ছিলেন ১৩ জন শিক্ষক। তবুও কেউই পাস করতে পারেনি। করেছে সবাই ফেল।
গত ১৬ অক্টোবর সকাল ১০টায় এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। ফল প্রকাশের পর জানা যায়, মোছলেহ উদ্দিন ভূইয়া কলেজ থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৫ জন শিক্ষার্থীর সবাই অনুত্তীর্ণ হয়েছে।
আরও পড়ুন: তাহাজ্জুদ নামাজের সময়-নিয়ত-সুরা নিয়ে ৫ প্রশ্ন: শায়খ আহমদুল্লাহ’র উত্তর
স্থানীয়দের অভিযোগ, কলেজে পড়াশোনার পরিবেশ দিন দিন নষ্ট হয়ে গেছে। শিক্ষার্থীরা এখন আর ক্লাসে নিয়মিত আসে না; বরং সময় কাটায় টিকটক ও সামাজিক যোগাযোগমাধ্যমে। ফলে শিক্ষা ব্যবস্থায় নেমে এসেছে ভয়াবহ অবনতি।
এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকে প্রশ্ন তুলেছেন— ১৩ জন শিক্ষক থাকা সত্ত্বেও যদি ৫ জন শিক্ষার্থীর একজনকেও পাস করানো না যায়, তবে শিক্ষকরা আসলে কী করছেন?