২৭ জুলাই ২০২৫, ১৭:৫৫

কুড়িগ্রামের ‘এক এলাকা জ্বালিয়ে দেয়ার হুমকি’  বিএনপি নেতার, পরে এলাকাবাসীর বিক্ষোভ 

এলাকা জ্বালিয়ে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ  © টিডিসি ফটো

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বিএনপির এক নেতার ‘এলাকা জ্বালিয়ে দেওয়ার’ হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় জনতা। বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত বিএনপি নেতা গোলাম রসুল রাজার গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

রোববার (২৭ জুলাই) দুপুরে নাগেশ্বরী উপজেলা শহরের ঈদগাহ মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় এবং ইউএনও সিব্বির আহমেদের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

স্থানীয়দের অভিযোগ, গত ২৩ জুলাই বেরুবাড়ী ইউনিয়নে বিএনপির এক পথসভায় উপজেলা বিএনপির আহ্বায়ক ও সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘আজ আমি বলতে চাই, এই বেরুবাড়ীর মানুষকে ওই বোয়ালের ডারা দিয়ে কেরামতিয়া হাইস্কুল পর্যন্ত রাস্তায় অসম্মান করা হয়, আর যদি ওই জায়গায় বেরুবাড়ীর লোক অসম্মানিত হয়, তাহলে আইনশৃঙ্খলাবাহিনীকে বলতে চাই, ওই বানিয়াপাড়া-ভুষুটারীকে জ্বালিয়ে দেয়া হবে।’

বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বানিয়াপাড়া ও ভূষুটারী এলাকার জনগণ ক্ষুব্ধ হয়ে ওঠে এবং ব্যাপক বিক্ষোভে অংশ নেয়।

আরও পড়ুন: এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ ১০ আগস্ট

স্থানীয় বাসিন্দা সৈয়দ আলী বলেন, ‘নাগেশ্বরীর মানুষ সবসময় শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করে। কেউ বা কিছু ইচ্ছাকৃতভাবে এই শান্তিকে অশান্ত করার চেষ্টা করছে। গোলাম রসুল রাজার বক্তব্যে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, এর দায় তাকে নিতে হবে।’

অবশেষে শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বক্তব্য ভুল স্বীকার করে ক্ষমা চান গোলাম রসুল রাজা। তিনি বলেন, ‘বানিয়াপাড়া ও বেরুবাড়ীর একটি ঘটনা কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছিল। সেই আবেগ থেকেই কথাটি বলে ফেলি, যার জন্য আমি দুঃখ প্রকাশ করেছি।’

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা জানান, ‘আমরা বিষয়টি অবগত আছি। তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।’