২০ জুলাই ২০২৫, ১০:০৬

গোপালগঞ্জে কারফিউ শিথিল, ১৪৪ ধারা জারি

গোপালগঞ্জে কারফিউ শিথিল হলেও সড়কে যানবাহন ও মানুষের উপস্থিতি কম  © টিডিসি ফটো

গোপালগঞ্জে কয়েক দিন ধরে চলা কারফিউ শিথিল করে রবিবার (২০ জুলাই) ভোর ৬টা থেকে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। জেলাজুড়ে এ বিধিনিষেধ বলবৎ থাকবে রাত ৮টা পর্যন্ত। শনিবার (১৯ জুলাই) রাত ৮টা পর্যন্ত চলf কারফিউ শেষ হওয়ার পর রবিবার ভোর থেকে ১৪৪ ধারা কার্যকর করা হয়েছে। 

প্রশাসন জানিয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৪৪ ধারার আওতায় যেকোনও ধরনের সভা, মিছিল বা জনসমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তবে পরীক্ষার্থী, শিক্ষার্থী, সরকারি অফিস এবং জরুরি পরিষেবাসমূহ এর আওতার বাইরে থাকবে।

রবিবার সকালে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ভীতি কাটিয়ে মানুষ রাস্তায় বের হতে শুরু করেছে। ধীরে ধীরে দোকানপাটও খুলছে। তবে সাধারণ মানুষের মধ্যে এখনো গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে।

গত ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিকে কেন্দ্র করে শহরের বিভিন্ন এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়ে। ওইদিনই ১৪৪ ধারা জারি করে প্রশাসন। পরবর্তীতে পরিস্থিতির অবনতি হওয়ায় রাত ৮টা থেকে জারি করা হয় কারফিউ।

আরও পড়ুন: রাজধানীর পল্লবীতে বাসে আগুন, সন্দেহ নাশকতার

ধাপে ধাপে কারফিউর সময়সীমা বাড়ানো হয় এবং মাঝে মাঝে কয়েক ঘণ্টার জন্য শিথিল করা হয়। সর্বশেষ শনিবার (১৯ জুলাই) সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকার পর রবিবার থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

রবিবার সকালেও শহরের বিভিন্ন সড়কে সেনাবাহিনীর সাঁজোয়া যান (এপিসি), পুলিশ ও যৌথবাহিনীর টহল লক্ষ্য করা গেছে। রাতেও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। যদিও পুলিশ গ্রেফতারের সুনির্দিষ্ট তথ্য জানায়নি। এনসিপির সমাবেশ ঘিরে সংঘটিত সহিংসতায় হামলা, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় এখন পর্যন্ত চারটি মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।