০১ জুলাই ২০২৫, ২১:২১

ভোলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রতীকী ছবি  © সংগৃহীত

ভোলায় পুকুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত ভোলা সদর উপজেলার আলীনগর ও চরসামাইয়া ইউনিয়নে পৃথক এসব ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো ছাইফা আক্তার (৩) এবং জুরাইরিয়া (৩৪। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে আলীনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সজিব আহমেদের মেয়ে ছাইফা আক্তার বাড়ির আঙিনায় খেলছিল। পরিবারের সদস্যদের অগোচরে সে পাশের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: এবার ২২ ছাত্রীসহ ২৩ শিক্ষার্থীর অভিযোগ জমা ইবির সেই শিক্ষকের বিরুদ্ধে

অন্যদিকে একই সময় চরসামাইয়া ইউনিয়নের বড় চরসামাইয়া গ্রামে ইয়াছিন মিয়ার মেয়ে জুরাইরিয়া গোসল করতে গিয়ে অসাবধানতাবশত পুকুরে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ খোঁজার পর স্বজনরা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু শাহাদাৎ হাসনাইন পারভেজ এই দুই মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।