যশোরে ৫ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক
যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে পাচারের সময় ৫টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার (২৫ জুন) ভোররাতে অভিযান চালিয়ে তাকে আটক করেন যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) সদস্যরা।
আটক ব্যক্তির নাম ময়নাল মোল্লা (৩৫)। তিনি ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের মিরপুর ৯ নম্বর কোর্টবাড়ি এলাকার আজগর মোল্লার ছেলে।
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানের সময় ময়নাল মোল্লার পরনে থাকা জুতার সোলের ভেতর বিশেষ কৌশলে লুকানো অবস্থায় পাঁচটি স্বর্ণের বার (মোট ওজন ৫৮৫.৫৪ গ্রাম), একটি মোবাইল ফোন এবং অন্যান্য আলামত উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের বাজারমূল্য ৮৬ লাখ ৭৭ হাজার ৭০২ টাকা এবং মোবাইলের মূল্য ৩০ হাজার টাকা। সবমিলিয়ে মোট জব্দকৃত মালামালের মূল্য ৮৭ লাখ ৭ হাজার ৭০২ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ময়নাল জানান, ঢাকার গাবতলী এলাকার একটি চোরাকারবারি চক্রের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন তিনি।
আরও পড়ুন: কমলাপুরে ট্রেনের টয়লেটে নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, রেলওয়ের কর্মচারী আটক
আটক ব্যক্তি ও জব্দ করা স্বর্ণের বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য যশোর সদর থানায় মামলা করা হয়েছে এবং স্বর্ণের বারগুলো ট্রেজারিতে জমা দেয়ার প্রক্রিয়া চলছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরেই মাদক, অস্ত্র, স্বর্ণ, ডলার, রুপি ও হুন্ডিসহ চোরাচালান প্রতিরোধে বিজিবি বিশেষ গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। চোরাচালান প্রতিরোধে বিজিবির এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।