১৫ জুন ২০২৫, ১৫:১৬

ফুটপাত দখল করে মৎস্যঘেরের বাঁধ নির্মাণ

প্রায় আধা কিলোমিটার সড়কের ফুটপাত দখলের অভিযোগ   © টিডিসি ফটো
যশোরের মণিরামপুরে নেহালপুর-আলীপুর-পোড়াডাঙ্গা পাকা সড়কের প্রায় আধা কিলোমিটার ফুটপাত দখল করে মৎস্যঘেরের বাঁধ নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও নেহালপুর ইউপি সদস্য কামরুজ্জামানের বিরুদ্ধে।
 
সরেজমিনে ঘুরে দেখা যায়, নেহালপুর বাজারের উত্তরপাশ দিয়ে প্রায় ৪ কিলোমিটার দৈর্ঘ্যের পিচের রাস্তাটি আলিপুর হয়ে কুলটিয়া ইউনিয়ন পরিষদের সামনে (পোড়াডাঙ্গা) গিয়ে মিশেছে। নেহালপুর থেকে চলে যাওয়া পিচের রাস্তাটির দুইপাশে ৫ থেকে ৭ ফুট জায়গা রাখা হয়েছে পথচারীসহ যানবাহন ক্রসিংয়ের জন্য।
 
আলীপুরের পশ্চিমপাশে প্রায় শতবিঘা জমি লিজ নিয়ে ঘের করেছেন নেহালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য কামরুজ্জামান। তাকে সার্বিকভাবে সহযোগিতা করছে খিদির হাসান নামে একজন।
 
অভিযোগ উঠেছে কামরুজ্জামান এবং খিদির হাসান পাকা সড়কের প্রায় আধা কিলোমিটার ফুটপাথ দখল করে উঁচু বেড়িবাঁধ নির্মাণ করেছেন। এ বেড়িবাঁধের পাশে রয়েছে গাবরডাঙ্গা সার্বজনীন পূজা মন্দির ও আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ফুটপাথ দখল করে বেড়িবাঁধ নির্মাণ করায় দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী ও পথচারীরা।
 
এ ছাড়াও সড়ক দিয়ে যানবাহন ক্রসিংয়ে রয়েছে ঝুঁকি। এতে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা। 
 
আরও পড়ুন: এক ট্রাককে ৩ বাসের ধাক্কা, পুলিশ কর্মকর্তাসহ নিহত ২
 
আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতা রানী ঘোষ বলেন, ‘ব্যস্ততম সড়কে ফুটপাথ না থাকায় শিক্ষার্থীসহ জনসাধারণের চলাচলে সমস্যা হচ্ছে।’
 
এ বিষয়ে কুলটিয়া ইউপি চেয়ারম্যান শেখর চন্দ্র রায় বলেন, ‘সড়কের পাশে কমপক্ষে ৫ থেকে ৭ ফুট জায়গা থাকার কথা। কিন্তু এখানে রাখা হয়েছে খুবই সামান্য। কর্তৃপক্ষের ব্যবস্থা নেয়া উচিত।’ 
 
আর জনস্বার্থে যেকোনো মূল্যে এ বেড়িবাঁধ অপসারণের দাবি জানান কুলটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল ইসলাম।  
 
এ বিষয়ে মৎস্যঘের মালিক আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান বলেন, ‘এলাকার খিদির হাসানসহ বেশ কয়েকজন মিলে আমরা ঘের করেছি। কিন্তু সড়কের পাশে পরিত্যক্ত জমির সামান্য অংশে বেড়িবাঁধটি নির্মাণ করা হয়েছে।’
 
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম বলেন, ‘দখলের বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে অবশ্যই দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।’