১০ জুন ২০২৫, ১৫:১৫

বরগুনায় ঈদ-পরবর্তী যাত্রায় অতিরিক্ত ভাড়া নেওয়া বন্ধে যৌথ বাহিনীর অভিযান

যৌথ বাহিনীর অভিযান  © টিডিসি

পবিত্র ঈদুল আজহা পালন শেষে কর্মস্থলে ফিরতে লঞ্চ ও বাসের অতিরিক্ত ভাড়া নেওয়ার বন্ধে বরগুনায় যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে। পাশাপাশি পরিচালনা করা হয় মোবাইল কোর্ট। অভিযানে বরগুনা নৌ কন্টিনজেন্ট সদস্যরা ও বরগুনা জেলা পুলিশের সদস্যরা অংশগ্রহণ করেন।

আজ মঙ্গলবার (১০ জুন) সকাল সাড়ে নয়টা থেকে ঢাকাগামী বাস কাউন্টার, লঞ্চঘাট ও বরগুনা বাসস্ট্যান্ডে যাত্রী হয়রানি বন্ধে অতিরিক্ত ভাড়া আদায় যাতে না করা হয়, সে জন্য এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আবু জাহের।

অভিযানে দেখা যায়, ঢাকাগামী লঞ্চগুলোয় বিআইডব্লিউটিএর চাট অনুযায়ী ডেকে জনপ্রতি ৬০০ টাকা, সিঙ্গেল কেবিন ১৬০০ ও ডাবল কেবিন ৩০০০ টাকা করে নেওয়া হচ্ছে। ঢাকাগামী বাসকাউন্টারগুলোয় গরমিল পাওয়া গেলেও যাত্রীপ্রতি ৫০ থেকে ১০০ টাকা বেশি নিচ্ছে।

আরও পড়ুন: পল্লবীতে ‘চিহ্নিত সন্ত্রাসী’ পেপার সানিকে কুপিয়ে হত্যা

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আবু জাহের বলেন, লঞ্চগুলোর ভাড়া আদায় সঠিক নিয়মে চললেও বাস ভাড়ার জন্য বিআরটিএ নির্ধারিত চাট অনুযায়ী সায়েদাবাদ জনপ্রতি ৭৭৫ টাকা এবং গাবতলী ৯৫৫ টাকা করে টিকিট কাটার জন্য কাউন্টারগুলোতে বলা হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায় করলে এ রকম কোনো অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট বাস কাউন্টারকে জরিমানা আদায় করা হবে।