৩০ মে ২০২৫, ১৯:১৫

সীমান্তে লাইট বন্ধ করে ড্রেন নির্মাণের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

বল্লামুখা সীমান্তে ড্রেন নির্মাণের চেষ্টা করে বিএসএফ  © সংগৃহীত

ফেনীর সীমান্তবর্তী বল্লামুখা এলাকার নোম্যান্সল্যান্ডে লাইট বন্ধ করে ড্রেন নির্মাণের চেষ্টা করে বিএসএফ। পরে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে পড়ে পিছু হটে তারা। বৃহস্পতিবার (২৯ মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আজ শুক্রবার (৩০ মে) বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী-৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন। 

স্থানীয়রা জানান, সীমান্তের ওপারে বিলোনীয়া শহর ও পুলিশ স্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। টানা বৃষ্টির কারণে তাদের এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। সেজন্য তারা পানি বের করার উপায় খুঁজছে। বাংলাদেশের ভাটির দিকে পানি ছেড়ে দিতে পারলে তাদের জলাবদ্ধতা দ্রুত নিরসন হবে, তাই তারা এমন চেষ্টা চালিয়েছে।

এদিকে বাংলাদেশ পরিবেশ আন্দোলন কর্মীরা বলছেন, সীমান্তে লাইট বন্ধ করে দিয়ে বিএসএফের আনাগোনা, স্কেবেটর রাখা এসব কিছু সন্দেহ তৈরি করছে। বল্লামুখা বাঁধে যাতে বিএসএফ হাত দিতে না পারে সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমরাও চাই ভারতীয়রা জলাবদ্ধতায় নিমজ্জিত না থাকুক। ভাটির দিকে পানি দিবে, তবে সেটি আমাদের ক্ষতি করে নয়।

আরও পড়ুন: ‘চলেন ভাই, শহীদ হয়ে আসি’—ছিল ফরহাদের শেষ কথা

ফেনীর জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, ‘যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় আমরা সতর্ক রয়েছি। তবে বাসিন্দাদের অনুরোধ, ভয় বা আতঙ্কিত না হয়ে সচেতন থাকতে হবে।’

এ বিষয়ে লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘বিএসএফ বৃষ্টির পানি সরানোর জন্য ড্রেন নির্মাণ করছিল। কিন্তু কাজের কিছু অংশ নোম্যান্সল্যান্ডের (শূন্যরেখা) ২০ গজ এলাকার মধ্যে ঢুকে যাওয়ায় আমরা বাধা দিয়েছি। কারণ শূন্যরেখার ১৫০ গজের মধ্যে কাজ করতে হলে দুদেশের সিদ্ধান্ত মোতাবেক কাজ করতে হবে।’