বিএটির অবৈধ সিগারেট ফ্যাক্টরি অপসারণসহ ৫ দাবিতে বিড়ি শ্রমিকদের মানববন্ধন
ঢাকা সেনানিবাস আবাসিক এলাকা থেকে বিএটির অবৈধ সিগারেট ফ্যাক্টরি অপসারণ, বিড়ির শুল্ক ও অগ্রিম আয়কর প্রত্যাহারসহ ৫ দফা দাবিতে মানববন্ধন করেছেন বিড়ি শ্রমিকরা। এ ছাড়া জেলা প্রশাসকের নেতৃত্বে নকল বিড়ি ও সিগারেট প্রতিরোধ কমিটি গঠনের দাবি জানানো হয়েছে।
আজ সোমবার (২৬ মে) বেলা ১১টার দিকে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৃষ্টি উপেক্ষা করে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এসব দাবি জানান বিড়ি শ্রমিকরা।
মানববন্ধন শেষে পাবনা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর ৫ দফা দাবিসংবলিত স্মারকলিপি প্রদান করেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘বিড়ি একটি দেশি শ্রমিকনির্ভর শিল্প। প্রতিষ্ঠালগ্ন থেকে বিড়িতে কোনো শুল্ক ছিল না। কিন্তু দেশি-বিদেশি কিছু এনজিও ও বিদেশি বহুজাতিক কোম্পানির ষড়যন্ত্রে বিড়ি কারখানাগুলো ক্রমান্বয়ে বন্ধ হচ্ছে। ফলে শিল্পটি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে এবং বেকারত্বের আশঙ্কায় দিন কাটাচ্ছেন লাখো নারী ও পুরুষ শ্রমিক। সুতরাং বিড়িশিল্প রক্ষার্থে আগামী বাজেটে বিড়ির শুল্ক ও অগ্রিম আয়কর সম্পূর্ণভাবে প্রত্যাহার করতে হবে। এ ছাড়া নকল বিড়ি ও সিগারেট উৎপাদন এবং বিক্রি বন্ধে জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা পর্যায়ে নকল বিড়ি প্রতিরোধ কমিটি গঠন করতে হবে।
আরও পড়ুন: হাবিপ্রবিতে ভর্তি: দ্বিতীয় মেধাতালিকার ফল প্রকাশ আজ
পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সভাপতি হারিক হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিন উদ্দিন বিএসসি, সহসভাপতি নাজিম উদ্দিন, লুৎফর রহমান, আনোয়ার হোসেন, পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সাধারণ সম্পাদক শামীম ইসলাম, যুগ্ম সম্পাদক আব্দুল গফুর, আবুল হাসনাত লাভলু, রানী খাতুন, পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সহসভাপতি আলম হোসেন, যুগ্ম সম্পাদক দুলাল মোল্ল্যা, সাংগঠনিক সম্পাদক দুলাল শেখ, কোষাধ্যক্ষ টোকন রায়, শ্রম সম্পাদক চামেলি খাতুন প্রমুখ।