২২ মে ২০২৫, ১৯:৫৭

নেত্রকোনায় অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার

কেন্দুয়া থানা  © সংগৃহীত

নেত্রকোনায় পূর্বধলা ও কেন্দুয়া উপজেলা থেকে অজ্ঞাত স্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২২ মে) একজন নারী ও এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দুয়া ও পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি)। 

জানা গেছে, পূর্বধলা উপজেলায় ধলামুলগাঁও ইউনিয়নের জামধলা এলাকার একটি খাল থেকে আনুমানিক ২৫ বছর বয়সি এক অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার দুপুরের দিকে জামধলা দেউটুকুন গুদারাঘাট এলাকার খাল থেকে উদ্ধার করা হয়।

এরআগে মৃতদেহ খালে ভাসমান অবস্থায় দেখতে পান জামধলা গ্রামের গ্রাম পুলিশ সদস্য মো. সাবুল মিয়া। তিনি পূর্বধলা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। 

আরও পড়ুন: ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা, আটক ৩

বিষয়টি নিশ্চিত করে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, মৃতদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি এবং বয়স আনুমানিক ২৫ বছরে মতো হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হয়ে থাকতে পারেন। তার পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। 

এদিকে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের কাটাউশিয়া বিলের জঙ্গলের গাছের ডালে ঝুলে থাকা এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) সকালে উপজেলার গড়াডোবা ইউনিয়নের কাটাউশিয়া গ্রামের কাটাঊশিয়া বিলের জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নারীর আনুমানিক বয়স ৪৫ বছর। তার পড়নে নীল রঙের শাড়ি এবং ঝুলন্ত অবস্থায় গলায় দড়ি দিয়ে পেঁচানো ছিল বলে জানা গেছে। 

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি  মিজানুর রহমান বলেন, ‘উদ্ধার হওয়া মরদেহের শরীরে কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্টের পর বিস্তারিত বলা যাবে।