১৯ মে ২০২৫, ১৩:৫২

খেলতে গিয়ে কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণ, আহত তিন ভাই-বোন

যশোর জেনারেল হাসপাতাল   © সংগৃহীত

যশোরে খেলতে গিয়ে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে তিন ভাই-বোন আহত হয়েছে। আজ সোমবার (১৯ মে) সকাল সাড়ে ৮টার দিকে শহরের শংকরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলো-সজিব আহমেদ (৭), খাদিজা তুল কুবরা (৫) ও আয়েশা সুলতানা (৩)। তারা শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার শাহাদাত হোসেনের সন্তান। 

আহতদের মধ্যে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানা গেছে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, শিশু সজিব বাড়ির পাশের মাঠে খেলার সময় টেপ দিয়ে মোড়ানো একটি বস্তু কুড়িয়ে পায়। পরে সেটি বাড়িতে এনে দুই বোনের সঙ্গে খেলতে গিয়ে হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে এসে দেখে শিশুরা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হয়।

আরও পড়ুন: আইনি জটিলতা নিরসন না করে ইশরাককে মেয়র ঘোষণা করতে চায় না সরকার: আসিফ

হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশু খাদিজার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার্ড করা হচ্ছে। অপর দুই শিশু সজিব ও আয়েশা যশোর সদর হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে অবস্থান নেয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।’