গাজায় হামলার প্রতিবাদে টুঙ্গিপাড়ায় বিক্ষোভ সমাবেশ
- টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
- প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ০৩:১২ PM , আপডেট: ০৭ এপ্রিল ২০২৫, ০৩:১২ PM

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় গাজায় মুসলমানদের ওপর ইসরায়েলি বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে খাদেমুল ইসলাম বাংলাদেশ। এ সময় বিক্ষোভকারীরা ফিলিস্তিনি মুসলমানদের ওপর ইসরায়েলি বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান
আজ সোমবার (৭ এপ্রিল) বাদ জোহর গওহরডাঙ্গা মাদ্রাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার চৌরঙ্গী মোড়সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টুঙ্গিপাড়া পৌর মাল্টিপারপাস মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাইখুল হাদিস গওহরডাঙ্গা মাদ্রাসার মাওলানা আব্দুস সালামের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন মুফতি সৈয়দ মাকসুদুল হক, মুফতি তাসনিম প্রমুখ।
আরও পড়ুন: গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে হাবিপ্রবিতে বিক্ষোভ
বিক্ষোভ মিছিলে বিক্ষুব্ধ জনতা, ‘ফ্রি ফ্রি প্যালেস্টাই’, ‘ফিলিস্তিনে গণহত্যা, বন্ধ করো করতে হবে’, ‘ফিলিস্তিনে হামলা কেন, জাতিসংঘ জবাব দে’, বিশ্বের মুসলিম, এক হও লড়াই করো’, ‘বিশ্ব মুসলিম ঐক্য করো, ফিলিস্তিন স্বাধীন করো’, ‘ইজরাইল ইজরাইল, সন্ত্রাসী সন্ত্রাসী’,বয়কট বয়কট, ইজরাইল বয়কট’সহ বিভিন্ন স্লোগান দেন।
এ সময় বক্তারা ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরায়েলি বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সঙ্গে ফিলিস্তিনি মুসলমানদের ওপর বর্বরোচিত ইসরায়েলি হামলা বন্ধের আহ্বান জানান।