কু‌ড়িগ্রামে ৬ জুয়াড়ি আটক

আটক জুয়াড়িরা
আটক জুয়াড়িরা  © টিডিসি

কুড়িগ্রামের চিলমারীতে বি‌ভিন্নস্থা‌নে অ‌ভিযান চা‌লি‌য়ে ৬ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। রবিবার (৬ এপ্রিল) রাতভর এ অ‌ভিযান চালায় পু‌লি‌শের এক‌টি টিম। পরে আজ সোমবার আটক ব্যক্তিদের বিরু‌দ্ধে মামলার পর তা‌দের কুড়িগ্রাম ‌জেলহাজ‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে। 

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন চিলমারী ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মুশা‌হেদ খান।

আটক ব্যক্তিরা হলেন, বাবলু মিয়া (৫০), সাইদুল ইসলাম (৪০), আমিনুল ইসলাম (৪০), বিজু মিয়া (৩৬), মুন্না মিয়া (৪৬) ও মোহাব্বত আলী (৩৬)। তারা চিলমারী উপজেলার থানাহাট ও রমনা ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে। 

পু‌লিশ জানায়, র‌বিবার রাতে উপ‌জেলার রমনা মডেল ইউনিয়নের জোড়গাছ পুরাতন বাজার এলাকায় জুয়া খেলা অবস্থায় দুজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থে‌কে ১ হাজার ৭২০ টাকা ও জুয়াখেলার সামগ্রী উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে রাজু ভাস্কর্যে বিক্ষোভ

অপর দিকে থানাহাট ইউনিয়নের বালাবাড়ি মোড় এলাকা থেকে জুয়া খেলা অবস্থায় আরও চার জুয়া‌ড়িকে আটক ক‌রে পু‌লিশ। তা‌দের কাছ থে‌কে জুয়ার ২ হাজর ৮০ টাকাসহ জুয়া খেলার সাম‌গ্রী জব্দ ক‌রে।

চিলমারী ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মুশা‌হেদ খান বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলার পর সোমবার কু‌ড়িগ্রাম জেলহাজ‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে। সেই সঙ্গে উদ্ধার করা মালামাল থানা কোষাগারে জমা রাখা হয়েছে।


সর্বশেষ সংবাদ