সাঁকো থেকে পড়ে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

নিহত উৎস অধিকারী
নিহত উৎস অধিকারী  © সংগৃহীত

যশোরের বাঘারপাড়ায় বাঁশের সাঁকো থেকে পড়ে উৎস অধিকারী (৮) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ বুধবার (২ এপ্রিল) উপজেলার নারিকেলবাড়িয়া এলাকায় চিত্রা নদীর ওপর নির্মিত বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে ডুবে যায় সে। উৎস বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামের উজ্জ্বল অধিকারীর ছেলে এবং নারিকেলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে উৎস তার দুই বন্ধুর সঙ্গে নারিকেলবাড়িয়া শ্মশানের পাশে চিত্রা নদীতে গোসল করতে যায়। খেলার ছলে তারা নদীর ওপর নির্মিত বাঁশের সাঁকোয় ওঠে। একপর্যায়ে উৎস পানিতে ঝাঁপ দিলে সে আর ওপরে উঠতে পারেনি। সাথে থাকা শিশুরা আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করলে পাশের নামযজ্ঞে থাকা মানুষজন ছুটে এসে দ্রুত নদীতে নামেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায়, দুপুর সোয়া একটার দিকে, উৎসকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার বিষয়ে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, বাঁশের সাঁকো থেকে নদীতে ঝাঁপ দিয়ে পানিতে ডুবে স্কুলছাত্র উৎস অধিকারীর মৃত্যু হয়েছে। এটি নিছক দুর্ঘটনা। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রিয় সন্তানকে হারিয়ে শোকে বাকরুদ্ধ উৎসের পরিবার। স্থানীয়রা জানান, চিত্রা নদীর ওপর নির্মিত বাঁশের সাঁকোটি দীর্ঘদিন ধরে ব্যবহৃত হলেও নিরাপত্তার অভাব রয়েছে। অনেক সময় শিশুরা সেখানে খেলতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। এলাকাবাসীর দাবি, দ্রুত এই স্থানে একটি নিরাপদ সেতু নির্মাণ করা হোক, যাতে ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা আর না ঘটে।


সর্বশেষ সংবাদ