গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ-প্রতিবাদ

বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি
বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি  © টিডিসি

ফিলিস্তিনে ইসরায়লের হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। আজ শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর বেশ কয়েকটি ইসলামী সংগঠনের ব্যানারে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

জেলা শহরের বিভিন্নস্থান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের চৌরাস্তায় এসে মিলিত হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে কেন্দ্রীয় মসজিদের ইমাম খলিলুর রহমানসহ বক্তারা অভিযোগ করে বলেন, বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ। এ দেশে সব সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে শান্তিপুর্নভাবে বসবাস করছে। অথচ ফিলিস্তিনে মুসলিমদের ওপর নির্বিচার গুলি করে হত্যা করা হচ্ছে।

অবিলম্বে এ হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।


সর্বশেষ সংবাদ