১৬ প্রতিষ্ঠানে এক হাজারের বেশি নিয়োগ

১৬টি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান নিয়োগ দেবে
১৬টি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান নিয়োগ দেবে  © প্রতিকী ছবি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ১৬টি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। এর মাধ্যমে এক হাজারের বেশি জনবল নিয়োগ দেবে প্রতিষ্ঠানগুলো। ইতিমধ্যে কয়েকটিতে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

১. বিসিকের পদসংখ্যা বেড়েছে: পদসংখ্যা বাড়িয়ে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। নতুন বিজ্ঞপ্তি অনুসারে ষষ্ঠ থেকে ২০তম গ্রেডে ১৫১ কর্মী নেওয়া হবে। আগের বিজ্ঞপ্তিতে ৬৬টি শূন্য পদ উল্লেখ করা হয়েছিল। নতুন বিজ্ঞপ্তি অনুসারে সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে ৩৭ জন ও প্রমোশন কর্মকর্তা হিসেবে ২৪ জন নিয়োগ পাবেন। এ ছাড়া প্রোগ্রামার একজন, বাজেট অফিসার একজন, নিরীক্ষা কর্মকর্তা একজন করে নেওয়া হবে।

ঊর্ধ্বতন নকশাবিদ তিন জন, সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার একজন, সহকারী প্রোগ্রামার একজন নেওয়া হবে। কারিগরি কর্মকর্তা ২৪ জন, নকশাবিদ দু’জন, কম্পিউটার অপারেটর তিনজন, ক্যাশিয়ার একজন ও ড্রাফটস-ম্যান একজন করে নেওয়া হবে। করণিক তথা কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে ৪৬ জন। প্রধান বাবুর্চি একজন, ফিল্ড স্টাফ একজন এবং টেকনিক্যাল হেলপার তিন জন নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের http://bscic.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ৮ সেপ্টেম্বর ২০২২।

২.বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ: সাতটি পদে ৫৯ জনকে নিয়োগ দিতে দুটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ। নিম্নমান সহকারী/মুদ্রাক্ষরিক/ তৎসম ২; গ্রিজার ৫, মার্কম্যান ২৫, ভান্ডারি ৩, অফিস সহায়ক ৪ জন নেওয়া হবে। এক থেকে পাঁচ নম্বর পদগুলোর জন্য আবেদন শুরু হবে ২১ আগস্ট থেকে। চলবে ১ সেপ্টেম্বর পর্যন্ত।

এ ছাড়া তোপাষ-১৮ ও ঝাড়ুদার দু’জন নেওয়া হবে। এ পদগুলোর জন্য আবেদন শুরু হবে ২৫ আগস্ট থেকে। শেষ সময় ২ সেপ্টেম্বর পর্যন্ত।অনলাইনে http://jobsbiwta.gov.bd ওয়েবসাইটে আবেদন করতে পারবেন।

৩. বিসিএসআইআর: বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে (বিসিএসআইআর) ২১টি পদে ৪০ জনকে নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। আগ্রহীরা http://bcsir15.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন ফি ৫৬ থেকে ৪৪৫ টাকা। শেষ সময়: ৫ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত।

৪. ডিএসসিসি: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) গাড়িচালক (ভারী) পদে ৬১ জনকে নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। লিখিত আবেদন করতে হবে। ঠিকানা: সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি), নগর ভবন, ঢাকা।

৫.বিনা: বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বিনা) ২টি পদে ১৩ জনকে নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। আগ্রহীরা http://bina.teletalk.com.bd/-এর মাধ্যমে আবেদন করতে পারবেন। 

৬. বাংলাদেশ কেব্‌ল শিল্প লিমিটেড: বাংলাদেশ কেব্‌ল শিল্প লিমিটেড সাতটি পদে ১৩ জনকে নিয়োগ দেবে। আবেদন করা যাবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। সহকারী ব্যবস্থাপক (উৎপাদন), ক্রয় কর্মকর্তা, উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক), মার্কেটিং সহকারী, মেশিন অপারেটর, গাড়িচালক ও সাহায্যকারী পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের (http://www. bcsi. gov. bd) ওয়েবসাইট থেকে ফরম ডাউনলোড এবং পূরণ করে ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠাতে হবে।

৭. ডিপিডিসি: ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অধীনে অস্থায়ীভাবে দুটি পদে ১৩ জনকে নিয়োগ দেওয়া হবে। পদ দুটি হলো সহকারী প্রকৌশলী ও উপসহকারী প্রকৌশলী। সহকারী প্রকৌশলী পদে ৯ জন ও উপসহকারী প্রকৌশলী পদে নেওয়া হবে চারজন। অনলাইনে আবেদন করা যাবে ৩১ আগস্ট পর্যন্ত। বিস্তারিত তথ্য জানা যাবে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে।

৮. বরিশাল বিশ্ববিদ্যালয়: বরিশাল বিশ্ববিদ্যালয় পাঁচটি পদে মোট ১১ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন করা যাবে ৩০ আগস্ট পর্যন্ত। যোগ্যতা পূরণ সাপেক্ষে আগ্রহী প্রার্থীদের (http://www.bu.ac.bd) ওয়েবসাইট থেকে ফরম ডাউনলোড করে বিশ্ববিদ্যালয়ের ঠিকানায় আবেদন করতে হবে।

৯. স্কয়ার: স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডে ‘এক্সিকিউটিভ’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা ২৫ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন। আগ্রহীরা jobs.bdjobs.com-এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আরো পড়ুন: ৬২ জন নিয়োগ দেবে রিফাইন হোমিও ল্যাবরেটরি

১০. হবিগঞ্জ পল্লীবিদ্যুৎ: হবিগঞ্জ পল্লীবিদ্যুৎ ১। সহকারী ক্যাশিয়ার (মহিলাদের জন্য সংরক্ষিত) পদে চারজনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন করা যাবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত।

১১. ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ: ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের তিনটি পদে চারজনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে ৩১ আগস্ট পর্যন্ত।

১২. নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়: তিন পদে পাঁচজন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা প্রশাসকের কার্যালয়, নোয়াখালী। ২১ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে।

১৩. এনডিপি: বেসরকারি উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) ৪১৩ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিয়োগে নারী ও প্রতিবন্ধী ব্যক্তিরা অগ্রাধিকার পাবেন। জেনারেল ম্যানেজার ২, ক্ষুদ্র উদ্যোগ ঋণ সমন্বয়কারী ১, এরিয়া ম্যানেজার ১০, শাখা ব্যবস্থাপক ৫০, সহকারী শাখা ব্যবস্থাপক ২৫, হিসাবরক্ষক ২৫, সিনিয়র ক্রেডিট অফিসার ২০০ ওক্রেডিট অফিসার ১০০ জন নিয়োগ দেওয়া হবে। লিখিত আবেদনপত্র ১০ সেপ্টেম্বরের মধ্যে প্রতিষ্ঠানের ঠিকানায় পৌঁছাতে হবে।

১৪. দারাজ: অনলাইন মার্কেট প্লেস দারাজ বাংলাদেশ লিমিটেড ইস্যু রিসোলিউশন এজেন্ট (আইআর এজেন্ট) পদে ৩০ জনকে নিয়োগ দেবে। আগ্রহীরা ৩১ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন। বেতন ১৪ থেকে ১৫ হাজার টাকা। আগ্রহীরা jobs.bdjobs.com-ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

১৫. শপআপ: অনলাইন শপিং মার্কেট প্লেস শপআপে ‘সেলস রিপ্রেজেন্টেটিভ’ পদে ৩০০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। ১২হাজার থেকে ১৩ হাজার ৫০০ টাকা। ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা jobs.bdjobs.com-এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

১৬. আজিজ মোটরস: নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে আকিজ গ্রুপের অধীনে আকিজ মোটরস। সরাসরি সাক্ষাৎকারে জুনিয়র এক্সিকিউটিভ পদে ৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। মাসিক বেতন ১৪ হাজার হাজার টাকা। অনভিজ্ঞরাও আবেদন করতে পারবেন। কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকারের সিভি, এনআইডি ফটোকপি এবং শিক্ষাগত যোগ্যতার প্রশংসাপত্রের ফটোকপিসহ আকিজ সেন্টার, ৯৭ শহীদ তাজউদ্দীন আহমদ সরণি, সাতরাস্তার মোড়, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা-১২০৮ ঠিকানায় উপস্থিত হতে হবে। সাক্ষাৎকারের সময় ২৬ আগস্ট সকাল ১০টা।


সর্বশেষ সংবাদ