বিমানবাহিনীতে চাকরি, বেতন ২২,৫০০

বাংলাদেশ বিমান বাহিনী
বাংলাদেশ বিমান বাহিনী  © সংগৃহীত

সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহীরা ডাকযোগে আবেদন করতে পারবেন। বাংলাদেশ বিমানবাহিনীতে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার (এমটিডি) পদে জনবল নিয়োগ দিবে। এ পদে শুধু পুরুষ প্রার্থীরা (বিবাহিত/অবিবাহিত) আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ২১ আগস্ট, ২০২২ পর্যন্ত।

পদের নাম: মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার (এমটিডি)

পদসংখ্যা : ৩০টি

যোগ্যতা ও অভিজ্ঞতা : এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিআরটির বৈধ পেশাদার (হালকা/ভারী) ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে। তবে ভারী ড্রাইভিং লাইসেন্সধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। ন্যূনতম তিন বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। কোনো ওয়ার্কশপে মেকানিক হিসেবে অভিজ্ঞতা থাকলে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে।

বয়স: প্রার্থীর বয়স আবেদনপত্র জমাদানের শেষ তারিখে সর্বনিম্ন ২১ ও সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।

বেতন : সর্বসাকল্যে মাসিক বেতন ২২,৫০০ টাকা।

আরও পড়ুন: টেন মিনিট স্কুলে ১ লাখ ২০ হাজার টাকা বেতনে চাকরির সুযোগ

যেভাবে আবেদন : চাকরির নির্ধারিত ফরম নিজ হাতে পূরণ করে ডাকযোগে পাঠাতে হবে। আবেদনপত্র হাতে হাতে জমা নেওয়া হবে না।

আবেদন ফি: প্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে ‘বিমানবাহিনী কেন্দ্রীয় বেসরকারি তহবিল’–এর অনুকূলে ২০০ টাকা মূল্যের অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডার সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা : অধিনায়ক, বিমানবাহিনী রেকর্ড অফিস, টার্মিনাল ভবন, পুরোনো বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা-১২১৫।


সর্বশেষ সংবাদ