আদমজী ক্যান্টনমেন্ট কলেজে প্রভাষক পদে চাকরির সুযোগ
স্থায়ীভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ। প্রতিষ্ঠানটি তাদের একাধিক বিষয়ে প্রভাষক পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা ডাকযোগে অথবা সরাসরি আবেদন করতে পারবেন আগামী ৬ মার্চ পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম: আদমজী ক্যান্টনমেন্ট কলেজ
পদের নাম: প্রভাষক
বিষয়: পদার্থবিজ্ঞান, রসায়ন, প্রাণিবিদ্যা ও উচ্চতর গণিত
আরও পড়ুন: মেডিকেল ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু ২৬ মার্চ
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী অনার্স ও মাস্টার্স উত্তীর্ণ। তবে কোনো পরীক্ষায় ৩য় বিভাগ/শ্রেণি/জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। ইংরেজি ভার্সনে পাঠদানে সক্ষমতা থাকতে হবে। নিবন্ধনধারী প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
বেতন ও অন্যান্য সুবিধা: জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী মূল বেতন ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা।
আবেদন প্রক্রিয়া: আবেদনপত্রের সাথে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, এক কপি ছবি ও ৫০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য) অধ্যক্ষ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা ক্যান্টনমেন্ট অনুকূলে পাঠাতে হবে।
আরও পড়ুন: শাবিপ্রবিতে আসন ফাঁকা ২৮৬টি
নির্বাচনি পরীক্ষা: নির্বাচনি পরীক্ষার তারিখ ও সময় এসএমএস এর মাধ্যমে পরবর্তীতে জানানো হবে। আলাদাভাবে কোনো ইন্টারভিউ কার্ড প্রেরণ করা হবে না । পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্র সঙ্গে আনতে হবে।
আবেদনের শেষ তারিখ: আবেদন করা যাবে আগামী ৬ মার্চ পর্যন্ত।