৫৯ পদে নিয়োগ দেবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের রাজস্বভুক্ত শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে। আবেদনের শেষ সময়: ১৬ মার্চ।
পদের নাম: কম্পিউটার অপারেটর।
বেতন: ১১০০০-২৬৫৯০ টাকা।
পদসংখ্যা: ১৪টি।
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
অভিজ্ঞতা: কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজি ৩০ শব্দসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ।
আরও পড়ুন: ঢাবি, বুয়েট ও গুচ্ছ সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষা নেবে: শিক্ষামন্ত্রী
পদের নাম: সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর।
বেতন: ১১০০০-২৬৫৯০ টাকা।
পদসংখ্যা: ৬টি।
শিক্ষাগত যোগ্যতা: অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
অভিজ্ঞতা: কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৫০ ও ইংরেজিতে ৮০ শব্দ থাকতে হবে। কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে।
পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর।
পদসংখ্যা: ১৬টি।
বেতন: ১০২০০-২৪৬৮০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
অভিজ্ঞতা: কম্পিউটার ব্যবহারে দক্ষতাসহ সাঁটলিপি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ থাকতে হবে। কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ।
পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক।
পদের সংখ্যা: ২৩
বেতন: ৯৩০০-২২৪৯০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অভিজ্ঞতা: কম্পিউটার ব্যবহারে দক্ষতাসহ কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ।
যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: দিনাজপুর ও পিরোজপুর জেলা ব্যতীত সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা জেলা কোটাবহির্ভূত।
প্রার্থীর বয়স: ১৬ মার্চ ২০২২ তারিখে প্রার্থীর বয়সসীমা অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা অনূর্ধ্ব ৩২ বছর। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যাদের ক্ষেত্রে বয়সসীমা অনূর্ধ্ব ৩০ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আরও পড়ুন: দুর্নীতিবিরোধী অভিযানে আলোচিত দুদক কর্মকর্তা শরীফ চাকরিচ্যুত
আবেদনের প্রক্রিয়া: আবেদনকারী বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ওয়েবসাইট এ প্রবেশ করে e-Recruitment Menu অথবা (https://eservice.bba.gov.bd/recruitment/) এর মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রার্থীকে সফলভাবে আবেদনপত্র Submit করার ৭২ ঘণ্টার মধ্যে বিকাশের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ (অফেরতযোগ্য) প্রতিটি পদের জন্য ৩০০ টাকা এবং অনলাইন ফি বাবদ ১২ টাকাসহ মোট ৩১২ টাকা পরিশোধ করতে হবে। আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে ফি পরিশোধে ব্যর্থ হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের Website এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (কেবল যোগ্য প্রার্থীদের) পরীক্ষার তারিখ, স্থান ও সময় জানিয়ে দেওয়া হবে।
আবেদনের শেষ সময়: ১৬ মার্চ বিকেল ৫টা পর্যন্ত।