ব্র্যাক ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে
লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটি তাদের ট্রেড অপারেশন বিভাগে জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত।
ব্র্যাক ব্যাংক লিমিটেড বাংলাদেশের স্বায়ত্তশাসিত বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে অন্যতম। ব্যাংকটি ২০০৭ সালে শেয়ার বাজারে তালিকভুক্ত হয়। ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে সহায়তা দেয়ার উদ্দেশ্য নিয়ে প্রাইভেট ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংক প্রতিষ্ঠা করা হয় ৪ জুলাই, ২০০১। ফজলে হাসান আবেদ এই ব্যাংকের প্রতিষ্ঠাতা।
আরও পড়ুন: শিল্পী সমিতির নির্বাচনে কাঞ্চন-নিপুণের জয়
পদের নাম: অফিসার/অ্যাসোসিয়েট ম্যানেজার, ট্রেড অপারেশন।
পদের সংখ্যা: নির্ধারিত না।
বেতন-সুবিধা: বেতন আলোচনা সাপেক্ষে। এছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস। একাডেমিক পর্যায়ে ভালো ফলাফল থাকতে হবে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিষয়ে ২থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সেন্ট্রালাইজ ট্রেড অপারেশনের ওপর প্রফেশনাল সার্টিফিকেশন কোর্স সম্পন্ন হলে অগ্রাধিকার দেওয়া হবে।
যোগাযোগ দক্ষতা থাকতে হবে। দলবদ্ধ হয়ে কাজের আগ্রহ ও নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করায় দক্ষ হতে হবে।
আরও পড়ুন: গেস্টরুমে ম্যানার শেখানোর নামে ছাত্র নির্যাতন হয়, অথচ বিচার হয় না
আবেদনের শেষ তারিখ: ২ ফেব্রুয়ারি, ২০২২
আবেদন প্রক্রিয়া: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।