২০ শূণ্য পদে নিয়োগ দেবে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়। প্রতিষ্ঠানটি একধিক পদে লোক নেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন। আবেদন করা যাবে ২০ জানুয়ারি পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম: সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়
প্রতিষ্ঠানের ধরন: সরকারি
শূণ্য পদ: ২০টি
বয়সসীমা: আবেদনকারীর বয়স ২২ ডিসেম্বর, ২০২১ অনুযায়ী অন্যূন ১৮ বছর এবং ২৫ মার্চ, ২০২০ তারিখে সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর। তবে বিশেষ ক্ষেত্রে ৩২ বছর।
কাজের ধরন: পূর্ণকালীন
আর পড়ুন: দ্বিতীয়বার ভর্তির সুযোগের পক্ষে শিক্ষামন্ত্রী, আলোচনায় বসার আহ্বান
প্রার্থীর ধরন: নারী- পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
কর্মস্থল: সুনামগঞ্জ
পদের বিবরণ:
পদের নাম: সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর
পদের সংখ্যা: ৩টি
বেতন: ১১,০০০ থেকে ২৬, ৫৯০ টাকা।(গ্রেড-১৩)
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি।
অভিজ্ঞতা: ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন ও বেসিক কম্পিউটার দক্ষতা। সাঁটলিপিতে প্রতি মিনিটে গতি ন্যূনতম ইংরেজি ও বাংলা যথাক্রমে ৮০ ও ৫০ শব্দ এবং কম্পিউটার কম্পোজে প্রতি মিনিটে গতি ন্যূনতম ইংরেজি ও বাংলা যথাক্রমে ৩০ ও ২৫ শব্দ থাকতে হবে।
পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর
পদের সংখ্যা: ১২ টি
বেতন: ১০,২০ থেকে ২৪, ৬৮০ টাকা (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি।
অভিজ্ঞতা: ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার দক্ষতা। সাঁটলিপিতে প্রতি মিনিটে গতি ন্যূনতম ইংরেজি ও বাংলা যথাক্রমে ৭০ ও ৪৫ শব্দ এবং কম্পিউটার কম্পোজে প্রতি মিনিটে গতি ন্যূনতম ইংরেজি ও বাংলা যথাক্রমে ৩০ ও ২৫ শব্দ থাকতে হবে।
পদের নাম: সার্টিফিকেট সহকারী
পদের সংখ্যা: ৫টি
বেতন: ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
আরও পড়ুন: সাইকেলে সারাদেশ ঘুরে ঢাবি ছাত্রের নজর এখন দক্ষিণ এশিয়ায়
অভিজ্ঞতা: কম্পিউটার চালনায় অভিজ্ঞতা। কম্পিউটার কম্পোজে প্রতি মিনিটে ন্যূনতম গতি ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ থাকতে হবে।
নির্ধারিত ফি: ১১২ টাকা (ফি ১০০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকা)।
আবেদনের শেষ সময়: ২০ জানুয়ারি, ২০২২ বিকেল ৫টা পর্যন্ত।
আবেদন প্রক্রিয়া: প্রার্থীরা অনলাইন এই (http://dcsunamganj.teletalk.com.bd) ঠিকানায় গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারেন। এ ছাড়া বিস্তারিত জানতে পারেন এখানে ক্লিক করুন ।