০৬ জানুয়ারি ২০২২, ১৫:৪৫

জনবল নেবে ফায়ার সার্ভিস, বেতন ২৩ হাজার ৪৯০ টাকা

লোগো  © ফাইল ছবি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর। প্রতিষ্ঠানটি ০৩টি পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা ডাকযোগে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী ১২ জানুয়ারি পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর।

প্রতিষ্ঠানের ধরন: সরকারি।

পদের সংখ্যা: ৫টি।

কাজের ধরন: পূর্ণকালীন।

আরও পড়ুন: ৯৩ পদে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে বরিশাল বিশ্ববিদ্যালয়

বয়সসীমা: ১ ডিসেম্বর ২০২১ তারিখে যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে এবং ২৫ মার্চ ২০২০ তারিখে যাদের বয়স ৩০ বছর তারাও আবেদন করতে পারবেন। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর।

আবেদন ফি: ট্রেজারি চালানের মাধ্যমে ১-২ নং পদের জন্য ১০০ টাকা, ৩ নং পদের জন্য ৫০ টাকা অফেরতযোগ্য হিসেবে পাঠাতে হবে।

পদের বিবরণ:

পদের নাম: সহকারী মেকানিক
পদসংখ্যা: ০১টি
বেতন: ৯৭০০-২৩৪৯০ টাকা।
গ্রেড: ১৫
যোগ্যতা: এসএসসি পাস। সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেটধারী হতে হবে।

পদের নাম: স্টোর সহকারী
পদসংখ্যা: ০১টি।
বেতন: ৯৩০০-২২৪৯০ টাকা।
গ্রেড: ১৬
যোগ্যতা: এইসএসসি বা সমমান পাস। তবে কম্পিউটার চালানোর দক্ষদের প্রধান্য দেওয়া হবে।

পদের নাম: ওয়ার্কশপ হেলপার।
পদসংখ্যা: ০৩টি।
বেতন: ৮৫০০-২০৫৭০ টাকা
গ্রেড: ১৯
যোগ্যতা: সরকার অনুমোদিত কোনও ভোকেশনাল ট্রেনিং ইন্সস্টিটিউট/ টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বা কোনও অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেটধারী হতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৫ জানুয়ারি ২০২২ সাল পর্যন্ত।

আরও পড়ুন: লোকবল নিয়োগ দেবে সিটি ব্যাংক

আবেদন প্রক্রিয়া: আগ্রহীরা www.fireservice.gov.bd ওয়েবসাইট থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: মহাপরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, কাজী আলাউদ্দিন রোড, ঢাকা।