২৯ ডিসেম্বর ২০২১, ১১:০৫

বিভিন্ন পদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি একাধিক পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা ডাকযোগে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কাজের ধরন: পূর্ণকালীন

কর্মস্থল: কুমিল্লা

বিভাগের নাম: পরিচালক (অর্থ ও হিসাব)

পদের সংখ্যা: ১ জন
চাকরির ধরন: স্থায়ী
মাসিক বেতন: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা

আরও পড়ুন: এসএসসির ফল ঘরে বসে জানবেন যেভাবে

বিভাগের নাম: নৃবিজ্ঞান বিভাগ
পদের নাম: প্রভাষক (শিক্ষাছুটির বিপরীতে সম্পূর্ণ অস্থায়ীভিত্তিতে)
পদের সংখ্যা: ৩ জন।
মাসিক বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা

বিভাগের নাম: গণযোগাযোগ ও সাংবাদিকতা
পদের নাম: প্রভাষক (শিক্ষাছুটির বিপরীতে সম্পূর্ণ অস্থায়ীভিত্তিতে)
পদের সংখ্যা: ২ জন
মাসিক বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা

আবেদন যেভাবে:
আগ্রহীরা আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন www.cou.ac.bd এই ঠিকানায়। এরপর সব তথ্য পূরণ করে পাঠাতে হবে রেজিস্টার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বরাবর।

আরও পড়ুন: কুয়াশামাখা ভোরে রসের খোঁজে

আবেদনের শেষ সময়: আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত।

আবেদনের শর্তাবলী:
আবেদনকারীকে পরিচালক (অর্থ ও হিসাব) পদে ১ হাজার টাকা এবং প্রভাষক পদে ৮০০ টাকা রেজিস্ট্রার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বরাবর, জনতা ব্যাংক লিমিটেড, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা, কোটলাড়ী, কুমিল্লা এর অনুকূলে জনতা ব্যাংক লিমিটেড এর যেকোন শাখা হতে ব্যাংক ড্রাফট/পে-অর্ডার আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। আবেদনপত্রে ব্যাংক ড্রাফট/পে-অর্ডার নং টাকার পরিমাণ ও তারখি উল্লেখ করতে হবে।

অফিস চলাকালীন সময়ে (সকাল ৯টা থেকে বিকাল ৫টা) ডাকযোগে পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পর কোন আবেদনপত্র গ্রহণযোগ হবে না। প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আবেদন ফরমে আবেদন করতে হবে। আবেদন জমা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.cou.ac.bd) অথবা ছুটির দিন ব্যতীত অফিস চলাকালীন (সকাল ৯.০০টা থেকে বিকাল ৫.০০টা) রেজিস্ট্রার দপ্তর থেকে সংগ্রহ করতে হবে।

আরও পড়ুন: এসএসসি পাসে মহিলা বিষয়ক অধিদপ্তরে চাকরি

১. প্রার্থীদেরকে সকল প্রয়োজনীয় কাগজপত্রসহ ০৮ (আট) সেট আবেদনপত্র জমা দিতে হবে।

২. পাসপোর্ট সাইজের ০৩ (তিন) কপি রঙিন সত্যায়িত ছবি (প্রথম শ্রেণীর কর্মকর্তার নামসহ সীলযুক্ত) মূল আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে

৩. প্রার্থীকে আবেদনপত্রের সাথে নিজ ঠিকানা সম্বলিত ১০ (দশ) টাকার ডাকটিকিট সমেত ফেরত নাম অবশ্যই সংযুক্ত করতে হবে।

বিস্তারিত বিজ্ঞাপণে দেখুন-