কারিগরি শিক্ষা অধিদপ্তর: ২১৮১ পদের নিয়োগের ফল প্রকাশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২২ জুন ২০২১, ০১:৩৫ PM , আপডেট: ২২ জুন ২০২১, ০২:২৩ PM
কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন প্রতিষ্ঠানগুলোর রাজস্ব খাতে ১৩তম গ্রেডে ২ হাজার ১৮১ জন জনবল নিয়োগের ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফল কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে বলে
আজ মঙ্গলবার (২২ জুন) জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের। নিয়োগের সুপারিশ করা প্রার্থীদের নির্দেশনা অনুযায়ী যোগদান করতে অনুরোধ করা হয়েছে।
কারিগরি শিক্ষা অধিদফতরের অধীনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থায়ী রাজস্ব খাতে ৩টি পদে ২ হাজার ১৮১ জনকে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ৫ মে থেকে আবেদন নেওয়া শুরু হয়। শেষ হয় ২৫ মে।
যে তিনটি পদে নিয়োগ দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে- ক্রাফট ইনস্ট্রাক্টর (সপ), পদ সংখ্যা : ১০৫৭টি; ক্রাফট ইনস্ট্রাক্টর (টিআর/ইলেক্ট্রনিকস/টেক), পদ সংখ্যা : ১০১৯টি; ক্রাফট ইনস্ট্রাক্টর (টেক/ল্যাব), পদ সংখ্যা: ১০৫টি।
আবেদনকারীর যোগ্যতা হিসেবে চাওয়া হয় পদার্থ ও রসায়নসহ দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা। অথবা উচ্চ মাধ্যমিক (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ ও সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের ট্রেড কোর্স এবং ৫ বছরের অভিজ্ঞতা।