ভ্যাকসিন দিয়ে ৪১তম বিসিএস নেয়ার দাবি শিক্ষার্থীদের

শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন
শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন  © টিডিসি ফটো

শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন দেয়ার পর ৪১তম বিসিএস পরীক্ষা নেয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। একইসঙ্গে ৪১তম বিসিএস পরীক্ষার নতুন তারিখের দাবিও তাদের। আজ শনিবার (০৬ মার্চ) রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) পরিবহন চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়েছে।

লিখিত বক্তব্যে রাজশাহী কলেজের শিক্ষার্থী মো. নাসিরউদ্দীন বলেন, বিশ্বজুড়ে বাড়ছে নতুন ধরনের করোনাভাইরাসের আক্রমণ। অনেক দেশেই নতুন করে লকডাউন দেওয়া হচ্ছে। আমাদের প্রতিবেশী দেশ ভারতও নতুন ধরনের করোনা মোকাবিলায় হিমশিম খাচ্ছে। টিকা নেয়ার পরেও আক্রান্ত এমনকি মৃত্যুর ঘটনা আমাদের দেশসহ অন্যান্য দেশে ঘটছে।

তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশে করোনা আবারো বাড়তে শুরু করেছে। এ সময়ে চার লাখ পচাত্তর হাজার বিসিএস পরীক্ষার্থী অভিভাবকসহ দেশজুড়ে ছোটাছুটি করলে দেশের সকল জায়গায় করোনা পরিস্থিতির আরো অবনতি হতে পারে। শিক্ষাপ্রতিষ্ঠান পুরোপুরি খোলার আগ পর্যন্ত বিসিএস নেয়াটা কতোটা যৌক্তিক আর কতটা মানবিক সেটা বিপিএসসিকে আরেকবার ভাবার অনুরোধ জানাচ্ছি।

করোনা ভ্যাকসিন দিয়ে ৪১তম বিসিএস পরীক্ষা নেয়ার দাবি জানিয়ে নাসির বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দুরদর্শী নির্দেশনায় বিশ্ববিদ্যালয় খোলার আগেই চলমান ভ্যাকসিনেশন কার্যক্রমের মাধ্যমে আমরা অচিরেই করোনাকে নিয়ন্ত্রণ করতে পারব। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাকসিনেশন কার্যক্রম হল খোলার পূর্বেই শেষ হবে। তাই মাত্র ২ মাস পরেই ঝুকিমুক্ত পরিবেশে ৪১তম বিসিএস নেয়া যাবে।

ভ্যাকসিন দেয়ার পর ৪১তম বিসিএস পরীক্ষার নতুন তারিখ ঘোষণার দাবি তাদের। নাসির বলেন, ভ্যাকসিন দেয়া সম্পন্ন হলেই করোনা সংকট কেটে যাবে। তাই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর এবং ভ্যাকসিন কার্যক্রম শেষ হলেই বিসিএসের তারিখ পুনঃনির্ধারন করতে হবে।

তথ্যমতে, ৪১তম সাধারণ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আগামী ১৯ মার্চ অনুষ্ঠিত হবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা নেয়া হবে। এই পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা চার লাখ ৭৫ হাজার। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার জন্য নতুন কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত সোমাবর ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর দাবিতে মানববন্ধন করেছেন চাকরিপ্রার্থী পরীক্ষার্থীরা। জাতীয় প্রেসক্লবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এদিকে একই দাবিতে আগামীকাল রবিবার (৭ মার্চ) হাইকোর্টে রিট করবেন বিসিএস প্রত্যাশীরা শিক্ষার্থীরা।

চাকরিপ্রার্থী পরীক্ষার্থীরা বলছেন, দেশে করোনাভাইরাসের সংক্রমণ পুরোপুরি শেষ হয়নি। যারা পরীক্ষা দেবেন তাদেরও ভ্যাকসিন দেওয়া হয়নি। ৪১তম বিসিএসে আবেদন করেছেন ৪ লাখ ৭৫ হাজার প্রার্থী। পরীক্ষার্থী এবং অভিভাবক মিলিয়ে প্রায় ৭-৮ লাখ মানুষের সমাগম হবে। এতে করে অনেকেরই করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।


সর্বশেষ সংবাদ