বাংলাদেশীদের ফ্লাইটে নিষেধাজ্ঞা তুলে নিল ইতালি

বাংলাদেশীদের ফ্লাইটে নিষেধাজ্ঞা তুলে নিল ইতালি
বাংলাদেশীদের ফ্লাইটে নিষেধাজ্ঞা তুলে নিল ইতালি  © সংগৃহীত

ইতালিতে অবস্থানের বৈধ কাগজ থাকা বাংলাদেশিদের জন্য দেশটি ফ্লাইটের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এর ফলে ইতালিতে ঢুকতে আর বাধা নেই বৈধ কাগজধারী বাংলাদেশীদের।

বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেন, ‘আমাদের অনুরোধে, ইতালিতে অবস্থানের বৈধতা থাকা বাংলাদেশীদের জন্য ফ্লাইটের নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। যাদের বৈধতার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের ভিসার জন্য আবেদন করতে হবে।’

তাদের বিষয়টি ইতালিয়ান পুলিশ যাচাই করবে এবং তারপর তাদের ভিসা দেয়া হবে, বলেন মন্ত্রী।

আবদুল মোমেন জানান, ইতালির রাষ্ট্রদূত তাকে আশ্বস্ত করেছেন যে তারা ত্বরান্বিতভাবে পুলিশের যাচাই শেষ করার চেষ্টা করবেন।

‘ইতালি এখনও নিয়মিত ভিসা দেবে না। শুধুমাত্র যাদের ইতালিতে অবস্থানের বৈধ কাগজ আছে (এবং যাদের কাগজের মেয়াদ শেষ হয়ে গেছে তাদের ক্ষেত্রে ইতালিয়ান কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে) তাদের জন্য এ ফ্লাইটের নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে,’ বলেন তিনি।


সর্বশেষ সংবাদ