৩২ প্রবাসীকে উঠতে দেওয়া হয়নি সৌদিগামী ফ্লাইটে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২০, ১০:২২ AM , আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২০, ১০:২৮ AM
৩২ জন প্রবাসীকে সৌদি আরবগামী ফ্লাইটে উঠতে দেওয়া হয়নি। তাঁদের ছাড়াই গতকাল শনিবার সন্ধ্যায় সৌদি এয়ারলাইনসের ফ্লাইটটি জেদ্দার উদ্দেশে ছেড়ে যায়।
সরকারনির্ধারিত স্থান থেকে করোনা পরীক্ষা না করায় এমনটা করা হয়েছে বলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান জানিয়েছেন।
এ বিষয়ে বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ শাহারিয়ার সাজ্জাদ বলেন, সৌদি আরবে যাওয়ার জন্য মহাখালীর ডিএনসিসি করোনা স্যাম্পল কালেকশন বুথে করোনা পরীক্ষা করাতে হয়। কিন্তু ৩২ জন সেখানে করোনা পরীক্ষা না করিয়ে বিভিন্ন বেসরকারি হাসপাতালে করিয়েছেন। তাঁদের কাছে করোনা নেগেটিভ সনদ থাকলেও সেটি গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সৌদি এয়ারলাইনসের চারটি ফ্লাইট ঢাকা থেকে ছেড়ে গেছে। এখন পর্যন্ত করোনা পজিটিভ কোনো যাত্রী শনাক্ত হননি। রিপোর্ট না পাওয়ার কারণে কোনো যাত্রীকে বিমানবন্দর থেকে ফেরত দেওয়ার ঘটনাও ঘটেনি।
বিদেশ যেতে না পারা নূর ইসলাম নামের এক সৌদিপ্রবাসীর স্বজন মো. আলমগীর বলেন, সৌদি এয়ারলাইনস কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে, নতুন করে করোনা পরীক্ষা করালে অন্য ফ্লাইটে তাঁদের নেওয়া হবে।