চাকরির ‘গলাকাটা আবেদন ফি’ নিয়ে প্রশ্ন ডাকসু ভিপির

  © ফাইল ফটো

চাকরির পরীক্ষায় ‘গলাকাটা আবেদন ফি’ নেয়ার বিষয়ে প্রশ্ন তুলেছেন ঢাকা বিশ্ববদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর। এটি আর্থিক লাভের উপলক্ষ্য হয়ে উঠেছে কি না সে প্রশ্নও তুলেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের পেজে এসব কথা বলেছেন নুরুল হক নুর। তিনি বলেছেন, ‘বেকার ছেলেমেয়েদের কাছ থেকে চাকরির পরীক্ষায় কেন গলাকাটা আবেদন ফি নেওয়া হচ্ছে? যেখানে রাষ্ট্রের দায়িত্ব ছিলো বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা সেখানে বেকারদের কাছ চাকরির আবেদনে এভাবে অর্থ আদায়!’

তিনি বলেন, ‘যেখানে সারা দেশের ছেলেমেয়েরা চাকরির পরীক্ষায় অংশ নেয় সেখানে চাকরির পরীক্ষার কেন্দ্রগুলো কেন শুধুমাত্র ঢাকায় করা হয়? বাইরের শিক্ষার্থীরা ঢাকায় একটা চাকরির পরীক্ষা দিতে এসে নিরাপত্তাহীনতা, আর্থিক ক্ষতিসহ কত ধরণের হয়রানির শিকার হয় সেটা কি একবারও ভেবে দেখেছেন? নাকি দেখেও আর্থিক লাভের কারণে নিরব!’

নুরুল হক নুর বলেন, ‘সার্কুলার থেকে একটা নিয়োগ সম্পন্ন করতে ২-৩ বছর লেগে যায়। এটা কি আপনাদের অযোগ্যতা, ব্যর্থতার প্রমাণ নয়? দ্রুত সময়ের মধ্যে এসব সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহবান জানাই।’

এসময় বেকারদের কাছ থেকে চাকরির নিয়োগে আবেদন ফি নেওয়া বন্ধের আহবান জানিয়ে ডাকসু ভিপি বলেন, ‘নিয়োগ পরীক্ষাগুলো শুধুমাত্র ঢাকা কেন্দ্রীক না করে বিভাগীয় শহরগুলোতেও নেওয়ার ব্যবস্থা করুন। আমলাতান্ত্রিক জটিলতা দূর করে স্বল্প সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করুন।’


সর্বশেষ সংবাদ