৩৯তম বিসিএসে ৪৭৯২জনকে নিয়োগের সুপারিশ

  © ফাইল ফটো

৩৯তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এবারের বিসিএসে মোট চার হাজার ৭৯২জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। আজ পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

জানা গেছে, দুপুরে কমিশনের সভা শেষে চূড়ান্ত ফলাফল সাংবিধানিক প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সুপারিশকৃতদের মধ্যে সহকারী সার্জন চার হাজার ৫৪২জন। এছাড়া ডেন্টাল সার্জন পদে ২৫০জনকে সুপারিশ করা হয়েছে।

ফলাফল পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে। এছাড়া টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস করেও জানা যাবে। এসএমএস পাঠানোর নিয়ম হল- PSC<Space>39<Space>Registration Number লিখে 16222 নাম্বারে পাঠিয়ে দিতে হবে। উদাহরণ- PSC 39 123456 send to 16222।

চিকিৎসকদের জন্য ৩৯তম বিশেষ এই বিসিএস পরীক্ষা নেয়া হয়। এই পরীক্ষার মাধ্যমে সাড়ে ৪হাজারেরও বেশি চিকিৎসক নিয়োগ দেয়া হবে বলে জানানো হয়েছিল। চলতি মাসের মধ্যে ফলাফল প্রকাশের পরিকল্পনার কথা জানানো হয়েছিল।

তবে অতিরিক্ত আরো আড়াই হাজার চিকিৎসক নিয়োগের সুপারিশের জন্য চূড়ান্ত ফলাফল প্রকাশে একটু বিলম্ব হচ্ছিল। এই বিসিএসে পদের সংখ্যা বাড়চ্ছে না। পিএসসির পরিকল্পনা অনুযায়ী চলতি মাসেই ফল প্রকাশিত হচ্ছেই।

গত বছরের ৬ সেপ্টেম্বর ৩৯ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এরপর গত ৭ মার্চ এই বিসিএসের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

৩৯তম বিশেষ বিসিএসে প্রিলিমিনারি পরীক্ষায় সহকারী সার্জন পদে ১৩ হাজার ২১৯ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১৩ জন প্রার্থী পাস করেন। পাস করা প্রার্থীরা চূড়ান্ত নিয়োগের জন্য মৌখিক পরীক্ষা দিয়েছেন। গত বছরের ৩ আগস্ট ৩৯ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩৭ হাজার ৫৮৩ চাকরিপ্রত্যাশী অংশ নেন।


সর্বশেষ সংবাদ