বেসরকারি উন্নয়ন সংস্থায় চাকরি, পদ ৭৩৫
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ০৭:৩৪ PM , আপডেট: ০৬ মার্চ ২০২৫, ০৭:৩৪ PM

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক)। সংস্থাটি চলমান মাইক্রোফিন্যান্স কর্মসূচিতে ৬ ক্যাটাগরিতে ৭৩৫ কর্মী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা সরাসরি, কুরিয়ার বা ডাকযোগে আবেদনপত্র পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: গ্রাম উন্নয়ন কর্ম (গাক);
১. পদের নাম: সিনিয়র শাখা ব্যবস্থাপক;
পদসংখ্যা: ২৫টি;
আবেদনের যোগ্যতা—
*স্নাতকোত্তর/সমমান/স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*জাতীয় পর্যায়ের ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে ঋণ কর্মসূচিতে শাখা ব্যবস্থাপক পদে ন্যূনতম ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
*মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে;
*কম্পিউটারের বেসিক ধারণা ও ইন্টারনেট ব্যবহার জানতে হবে;
বয়স: সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে;
বেতন: ৪৮,৬০৯ টাকা (মোটরসাইকেল জ্বালানি বিল, মোবাইল বিল, লাঞ্চ, অন্যান্য ভাতাসহ);
অন্যান্য সুযোগ-সুবিধা—
*লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে ২৪,০০০ থেকে ৩৩,০০০ টাকা পর্যন্ত ইনসেনটিভ;
*বিনা মূল্যে একক আবাসন সুবিধা;
*সংস্থার নীতিমালা অনুযায়ী বছরে ৩টি উৎসব ভাতা;
*সিপিএফ;
*গ্রাচ্যুইটি;
*যাতায়াত ভাতা;
*দূরত্ব ভাতা;
*দুর্ঘটনাজনিত বিমা সুবিধা;
আরও পড়ুন: সরাসরি মৌখিক পরীক্ষা দিয়ে চাকরি আবুল খায়ের গ্রুপে, বেতন ২৪,০০০—৩২,০০০
২. পদের নাম: সিনিয়র ফিল্ড অফিসার;
পদসংখ্যা: ১০০টি;
আবেদনের যোগ্যতা—
*স্নাতক/সমমানের ডিগ্রি থাকতে হবে;
*মাইক্রোফিন্যান্স কর্মসূচিতে ন্যূনতম ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
*মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে;
*কম্পিউটারে বেসিক ধারণা ও ইন্টারনেট ব্যবহারে দক্ষ হতে হবে;
বয়স: সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে;
বেতন: ৩৫,৩৬০ টাকা (মোটরসাইকেল জ্বালানি বিল, মোবাইল বিল, লাঞ্চ, অন্যান্য ভাতাসহ);
অন্যান্য সুযোগ-সুবিধা—
*লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে ১৬,০০০ থেকে ২২,০০০ টাকা পর্যন্ত ইনসেনটিভ;
*বিনা মূল্যে একক আবাসন সুবিধা;
*সংস্থার নীতিমালা অনুযায়ী বছরে ৩টি উৎসব ভাতা;
*সিপিএফ;
*গ্রাচ্যুইটি;
*যাতায়াত ভাতা;
*দূরত্ব ভাতা;
*দুর্ঘটনাজনিত বিমা সুবিধা;
৩. পদের নাম: ফিল্ড অফিসার;
পদসংখ্যা: ৪০০টি;
আবেদনের যোগ্যতা—
*স্নাতক/সমমানের ডিগ্রি থাকতে হবে;
*মাইক্রোফিন্যান্স কর্মসূচিতে ন্যূনতম ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
*মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে;
*কম্পিউটারে বেসিক ধারণা ও ইন্টারনেট ব্যবহারে দক্ষ হতে হবে;
বয়স: সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে;
বেতন: শিক্ষানবিশকালে (৬ মাস) ১৮,০০০ টাকা। শিক্ষানবিশকাল সন্তোষজনক বিবেচিত হলে চাকরি নিয়মিতকরণের পর মাসিক বেতন ৩০,০২২ টাকা (মোটরসাইকেল জ্বালানি বিল, মোবাইল বিল, লাঞ্চ ভাতা, হার্ডশিপ ভাতা, অন্যান্য ভাতাসহ);
অন্যান্য সুযোগ-সুবিধা—
*লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে ১৬,০০০ থেকে ২২,০০০ টাকা পর্যন্ত ইনসেনটিভ;
*বিনা মূল্যে একক আবাসন সুবিধা;
*সংস্থার নীতিমালা অনুযায়ী বছরে ৩টি উৎসব ভাতা;
*সিপিএফ;
*গ্রাচ্যুইটি;
*যাতায়াত ভাতা;
*দূরত্ব ভাতা;
*দুর্ঘটনাজনিত বিমা সুবিধা;
আরও পড়ুন: ২০০ কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ নেবে ডিজিকন টেকনোলজিস, অভিজ্ঞতা ছাড়াই আবেদন
৪. পদের নাম: জুনিয়র ফিল্ড অফিসার;
পদসংখ্যা: ১৫০টি;
আবেদনের যোগ্যতা—
*এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;
*মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে;
*কম্পিউটারে বেসিক ধারণা ও ইন্টারনেট ব্যবহারে দক্ষ হতে হবে;
বয়স: ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে;
বেতন: শিক্ষানবিশকালে (৬ মাস) ১৬,০০০ টাকা। শিক্ষানবিশকাল সন্তোষজনক বিবেচিত হলে চাকরি নিয়মিতকরণের পর মাসিক বেতন ২৮,০২৫ টাকা (মোটরসাইকেল জ্বালানি বিল, মোবাইল বিল, লাঞ্চ ভাতা, হার্ডশিপ ভাতা, অন্যান্য ভাতাসহ);
অন্যান্য সুযোগ-সুবিধা—
*লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে ১৬,০০০ থেকে ২২,০০০ টাকা পর্যন্ত ইনসেনটিভ;
*বিনা মূল্যে একক আবাসন সুবিধা;
*সংস্থার নীতিমালা অনুযায়ী বছরে ৩টি উৎসব ভাতা;
*সিপিএফ;
*গ্রাচ্যুইটি;
*যাতায়াত ভাতা;
*দূরত্ব ভাতা;
*দুর্ঘটনাজনিত বিমা সুবিধা;
৫. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার;
পদসংখ্যা: ১০টি;
আবেদনের যোগ্যতা—
*যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
*মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে;
*কম্পিউটারে বেসিক ধারণা ও ইন্টারনেট ব্যবহারে দক্ষ হতে হবে;
বয়স: সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে;
বেতন: শিক্ষানবিশকালে (৬ মাস) ১৮,০০০ টাকা। শিক্ষানবিশকাল সন্তোষজনক বিবেচিত হলে চাকরি নিয়মিতকরণের পর মাসিক বেতন ২০,৪৪৩ টাকা (মোবাইল বিলসহ);
অন্যান্য সুযোগ-সুবিধা—
*লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে ১৬,০০০ থেকে ২২,০০০ টাকা পর্যন্ত ইনসেনটিভ;
*বিনা মূল্যে একক আবাসন সুবিধা;
*সংস্থার নীতিমালা অনুযায়ী বছরে ৩টি উৎসব ভাতা;
*সিপিএফ;
*গ্রাচ্যুইটি;
*যাতায়াত ভাতা;
*দূরত্ব ভাতা;
*দুর্ঘটনাজনিত বিমা সুবিধা;
আরও পড়ুন: কারিগরি শিক্ষা অধিদপ্তরে সংশোধিত বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, পদ ৭৫১
৬. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার;
পদসংখ্যা: ৫০টি;
আবেদনের যোগ্যতা—
*অন্যূন বিকম/বিবিএস ডিগ্রি থাকতে হবে;
*মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে;
*কম্পিউটারে বেসিক ধারণা ও ইন্টারনেট ব্যবহারে দক্ষ হতে হবে;
বয়স: সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে;
বেতন: শিক্ষানবিশকালে (৬ মাস) ১৮,০০০ টাকা। শিক্ষানবিশকাল সন্তোষজনক বিবেচিত হলে চাকরি নিয়মিতকরণের পর মাসিক বেতন ২৫,৫২২ টাকা (মোটরসাইকেল জ্বালানি বিল, মোবাইল বিল, লাঞ্চ ভাতা, হার্ডশিপ ভাতা ও অন্যান্য ভাতাসহ);
অন্যান্য সুযোগ-সুবিধা—
*লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে ১৬,০০০ থেকে ২২,০০০ টাকা পর্যন্ত ইনসেনটিভ;
*বিনা মূল্যে একক আবাসন সুবিধা;
*সংস্থার নীতিমালা অনুযায়ী বছরে ৩টি উৎসব ভাতা;
*সিপিএফ;
*গ্রাচ্যুইটি;
*যাতায়াত ভাতা;
*দূরত্ব ভাতা;
*দুর্ঘটনাজনিত বিমা সুবিধা;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীদের ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতা ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, অভিজ্ঞতা, উচ্চতা, ওজন উল্লেখপূর্বক ২ জন পরিচয় প্রদানকারীর (আত্মীয় নন এমন ব্যক্তি) নাম, মোবাইল নম্বরসহ আবেদনপত্র সরাসরি, কুরিয়ার বা ডাকযোগে পাঠাতে হবে। খামের ওপর পদের নাম, নিজ জেলা ও পরীক্ষাকেন্দ্রের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।
আরও পড়ুন: বিকেএসপিতে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২২
আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—
সহ কো-অর্ডিনেটর, মানবসম্পদ বিভাগ, গ্রাম উন্নয়ন কর্ম (গাক), প্রধান কার্যালয়, গাক টাওয়ার, বনানী, বগুড়া বরাবর আবেদনপত্র পাঠাতে হবে;
আবেদনের শেষ তারিখ: আগামী ১০ এপ্রিল ২০২৫;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি দেখুন—