বেসরকারি সংস্থায় চাকরি, পদ ৩০১
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৮ PM , আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৮ PM

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (পিসিডি)। সংস্থাটি স্মার্ট প্রজেক্টে ১২ ক্যাটাগরির পদে ৩০১ কর্মী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীদের আগামী ২৫ মার্চের মধ্যে হাতে লিখিত দরখাস্ত পাঠিয়ে আবেদন করতে হবে।
প্রতিষ্ঠানের নাম: প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (পিসিডি);
১. পদের নাম: প্রজেক্ট ম্যানেজার;
পদসংখ্যা: ১টি;
বেতন: শিক্ষানবিশকালে ৭০,০০০ টাকা;
অন্যান্য সুযোগ-সুবিধা—
*প্রভিডেন্ট ফান্ড;
*গ্রাচুইটি;
*স্টাফ কল্যাণ ফান্ড;
*যাতায়াত ও মোবাইল ভাতা;
*বার্ষিক বেতন বৃদ্ধি;
*উৎসব ভাতা বছরে ৩টি;
আবেদনের যোগ্যতা—
*ডিভিএম/ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি বা সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে;
*সংশ্লিষ্ট পদে ৬ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
বয়স: সর্বোচ্চ ৫০ বছরের মধ্যে হতে হবে;
আরও পড়ুন: আন্তর্জাতিক সংস্থায় উচ্চ বেতনে চাকরি, আবেদন অনলাইনে
২. পদের নাম: এনভায়রনমেন্ট ও আরইসিপি অফিসার;
পদসংখ্যা: ১টি;
বেতন: শিক্ষানবিশকালে ৫০,০০০ টাকা;
অন্যান্য সুযোগ-সুবিধা—
*প্রভিডেন্ট ফান্ড;
*গ্রাচুইটি;
*স্টাফ কল্যাণ ফান্ড;
*যাতায়াত ও মোবাইল ভাতা;
*বার্ষিক বেতন বৃদ্ধি;
*উৎসব ভাতা বছরে ৩টি;
আবেদনের যোগ্যতা—
*এনভায়রনমেন্টাল সায়েন্স/সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং/এনভায়রনমেন্ট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট/ ফরেস্টি অ্যান্ড এনভায়রনমেন্ট/জিওগ্রাফি বিষয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে;
*সংশ্লিষ্ট পদে ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
বয়স: সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে;
৩. পদের নাম: টেকনিক্যাল অফিসার (লাইভস্টক);
পদসংখ্যা: ১টি;
বেতন: শিক্ষানবিশকালে ৫০,০০০ টাকা;
অন্যান্য সুযোগ-সুবিধা—
*প্রভিডেন্ট ফান্ড;
*গ্রাচুইটি;
*স্টাফ কল্যাণ ফান্ড;
*যাতায়াত ও মোবাইল ভাতা;
*বার্ষিক বেতন বৃদ্ধি;
*উৎসব ভাতা বছরে ৩টি;
আবেদনের যোগ্যতা—
*ডিভিএম/ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি বা সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে;
*সংশ্লিষ্ট পদে ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
বয়স: সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে;
আরও পড়ুন: ৫৫ হাজার বেতনে চাকরি আন্তর্জাতিক বেসরকারি সংস্থায়, আবেদন স্নাতক পাসেই
৪. পদের নাম: এমআইএস অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার;
পদসংখ্যা: ১টি;
বেতন: শিক্ষানবিশকালে ৫০,০০০ টাকা;
অন্যান্য সুযোগ-সুবিধা—
*প্রভিডেন্ট ফান্ড;
*গ্রাচুইটি;
*স্টাফ কল্যাণ ফান্ড;
*যাতায়াত ও মোবাইল ভাতা;
*বার্ষিক বেতন বৃদ্ধি;
*উৎসব ভাতা বছরে ৩টি;
আবেদনের যোগ্যতা—
*সামাজিক বিজ্ঞান/ডেভেলপমেন্ট স্টাডিজ/পরিসংখ্যান বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*সংশ্লিষ্ট পদে ন্যূনতম ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
বয়স: সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে;
৫. পদের নাম: অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার;
পদসংখ্যা: ১টি;
বেতন: শিক্ষানবিশকালে ৫০,০০০ টাকা;
অন্যান্য সুযোগ-সুবিধা—
*প্রভিডেন্ট ফান্ড;
*গ্রাচুইটি;
*স্টাফ কল্যাণ ফান্ড;
*যাতায়াত ও মোবাইল ভাতা;
*বার্ষিক বেতন বৃদ্ধি;
*উৎসব ভাতা বছরে ৩টি;
আবেদনের যোগ্যতা—
*অ্যাকাউন্টিং/ফিন্যান্স বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*সংশ্লিষ্ট পদে ন্যূনতম ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
বয়স: সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে;
আরও পড়ুন: অভিজ্ঞতা ছাড়াই চাকরি প্রাণ গ্রুপে, পদ ৩০০
৬. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার (লাইভস্টক);
পদসংখ্যা: ১টি;
বেতন: শিক্ষানবিশকালে ৩০,০০০ টাকা;
অন্যান্য সুযোগ-সুবিধা—
*প্রভিডেন্ট ফান্ড;
*গ্রাচুইটি;
*স্টাফ কল্যাণ ফান্ড;
*যাতায়াত ও মোবাইল ভাতা;
*বার্ষিক বেতন বৃদ্ধি;
*উৎসব ভাতা বছরে ৩টি;
আবেদনের যোগ্যতা—
*লাইভস্টক/ফুড/অ্যাগ্রিকালচার বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে;
*সংশ্লিষ্ট পদে ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
বয়স: সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে;
৭. পদের নাম: জোনাল ম্যানেজার;
পদসংখ্যা: ৫টি;
বেতন: শিক্ষানবিশকালে ৫২,০০০ টাকা;
অন্যান্য সুযোগ-সুবিধা—
*প্রভিডেন্ট ফান্ড;
*গ্রাচুইটি;
*স্টাফ কল্যাণ ফান্ড;
*যাতায়াত ও মোবাইল ভাতা;
*বার্ষিক বেতন বৃদ্ধি;
*উৎসব ভাতা বছরে ৩টি;
আবেদনের যোগ্যতা—
*যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*সংশ্লিষ্ট পদে ন্যূনতম ৬ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
বয়স: সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে;
৮. পদের নাম: এলাকা ব্যবস্থাপক;
পদসংখ্যা: ১০টি;
বেতন: শিক্ষানবিশকালে ৪৫,০০০ টাকা;
অন্যান্য সুযোগ-সুবিধা—
*প্রভিডেন্ট ফান্ড;
*গ্রাচুইটি;
*স্টাফ কল্যাণ ফান্ড;
*যাতায়াত ও মোবাইল ভাতা;
*বার্ষিক বেতন বৃদ্ধি;
*উৎসব ভাতা বছরে ৩টি;
আবেদনের যোগ্যতা—
*যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*সংশ্লিষ্ট পদে ন্যূনতম ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
বয়স: সর্বোচ্চ ৪২ বছরের মধ্যে হতে হবে;
আরও পড়ুন: কল সেন্টারে চাকরি দেবে ওয়ালটন, পদ ১৫, বয়স ২০ হলেই আবেদন
৯. পদের নাম: শাখা ব্যবস্থাপক;
পদসংখ্যা: ৩০টি;
বেতন: শিক্ষানবিশকালে ৩৬,০০০ টাকা;
অন্যান্য সুযোগ-সুবিধা—
*প্রভিডেন্ট ফান্ড;
*গ্রাচুইটি;
*স্টাফ কল্যাণ ফান্ড;
*যাতায়াত ও মোবাইল ভাতা;
*বার্ষিক বেতন বৃদ্ধি;
*উৎসব ভাতা বছরে ৩টি;
আবেদনের যোগ্যতা—
*যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*সংশ্লিষ্ট পদে ন্যূনতম ৪ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
বয়স: সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে;
১০. পদের নাম: সিনিয়র ক্রেডিট অফিসার;
পদসংখ্যা: ১০০টি;
বেতন: শিক্ষানবিশকালে ২৪,০০০ টাকা;
অন্যান্য সুযোগ-সুবিধা—
*প্রভিডেন্ট ফান্ড;
*গ্রাচুইটি;
*স্টাফ কল্যাণ ফান্ড;
*যাতায়াত ও মোবাইল ভাতা;
*বার্ষিক বেতন বৃদ্ধি;
*উৎসব ভাতা বছরে ৩টি;
আবেদনের যোগ্যতা—
*যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*সংশ্লিষ্ট পদে ন্যূনতম ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
বয়স: সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে;
আরও পড়ুন: যমুনা গ্রুপে চাকরি, পদ ১৫, বয়স ২৩ হলেই আবেদন
১১. পদের নাম: ক্রেডিট অফিসার;
পদসংখ্যা: ১০০টি;
বেতন: শিক্ষানবিশকালে ১৮,০০০ টাকা;
অন্যান্য সুযোগ-সুবিধা—
*প্রভিডেন্ট ফান্ড;
*গ্রাচুইটি;
*স্টাফ কল্যাণ ফান্ড;
*যাতায়াত ও মোবাইল ভাতা;
*বার্ষিক বেতন বৃদ্ধি;
*উৎসব ভাতা বছরে ৩টি;
আবেদনের যোগ্যতা: যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;
বয়স: ২৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে;
১২. পদের নাম: হিসাবরক্ষক কাম আইটি সহকারী;
পদসংখ্যা: ৫০টি;
বেতন: শিক্ষানবিশকালে ১৮,০০০ টাকা;
অন্যান্য সুযোগ-সুবিধা—
*প্রভিডেন্ট ফান্ড;
*গ্রাচুইটি;
*স্টাফ কল্যাণ ফান্ড;
*যাতায়াত ও মোবাইল ভাতা;
*বার্ষিক বেতন বৃদ্ধি;
*উৎসব ভাতা বছরে ৩টি;
আবেদনের যোগ্যতা—
*বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
*সংশ্লিষ্ট পদে ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
বয়স: ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে;
আরও পড়ুন: আরএফএল গ্রুপ নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার, পদ ১০
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র, সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপিসহ আবেদনপত্র সরাসরি, ডাক বা কুরিয়ারযোগে পাঠিয়ে আবেদন করতে হবে। খামের ওপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে;
আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—
নির্বাহী পরিচালক, পিসিডি, রাধানগর মক্তব মোড়, পাবনা-৬৬০০ বরাবর আবেদনপত্র পাঠাতে হবে;
আবেদনের শেষ তারিখ: আগামী ২৫ মার্চ ২০২৫;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি দেখুন—