১৫ জানুয়ারি ২০২৫, ১২:১৮

ডাক অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৩৬৯

১৮ পদে  ৩৬৯ কর্মী নিয়োগে আবেদন চলছে পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, উত্তরাঞ্চল, রাজশাহীতে  © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডাক অধিদপ্তরের অধীনস্থ পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, উত্তরাঞ্চল, রাজশাহী। প্রতিষ্ঠানটিতে ১৪ থেকে ২০তম গ্রেডে ১৮ পদে  ৩৬৯ কর্মী নিয়োগে মঙ্গলবার (১৫ জানুয়ারি) প্রকাশ করা হয়েছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৬ জানুয়ারি সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ৫ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, উত্তরাঞ্চল, রাজশাহী;

১. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (স্টেনোটাইপিস্ট);

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১০,২০০—২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

২. পদের নাম: উচ্চমান সহকারী;

পদসংখ্যা: ৭টি;

বেতন স্কেল: ১০,২০০—২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

আরও পড়ুন: বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি, বয়স সাড়ে ১৬ হলেই আবেদন

৩. পদের নাম: ক্যাশিয়ার;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১০,২০০—২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

৪. পদের নাম: কম্পাউন্ডার/ফার্মাসিস্ট;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১০,২০০—২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

৫. পদের নাম: পোস্টাল অপারেটর;

পদসংখ্যা: ১২৬টি;

বেতন স্কেল: ৯,৭০০—২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫);

৬. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক;

পদসংখ্যা: ৮টি;

বেতন স্কেল: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আরও পড়ুন: পল্লী বিদ্যুতায়ন বোর্ডে চাকরি, পদ ৭৬৪

৭. পদের নাম: প্লাম্বার;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

৮. পদের নাম: ইঞ্জিন ড্রাইভার;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

৯. পদের নাম: পোস্টম্যান;

পদসংখ্যা: ৪২টি;

বেতন স্কেল: ৯,০০০—২১,৮০০ টাকা (গ্রেড-১৭);

১০. পদের নাম: স্ট্যাম্প ভেন্ডার;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৮,৮০০—২১,৩১০ টাকা (গ্রেড-১৮);

আরও পড়ুন: ডাক বিভাগে চাকরি, বিভিন্ন গ্রেডে নেবে ৭৪৫

১১. পদের নাম: ওয়্যারম্যান;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৮,৫০০—২০,৫৭০ টাকা (গ্রেড-১৯);

১২. পদের নাম: আর্মড গার্ড;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৮,৫০০—২০,৫৭০ টাকা (গ্রেড-১৯);

১৩. পদের নাম: প্যাকার কাম মেইল ক্যারিয়ার;

পদসংখ্যা: ৬০টি;

বেতন স্কেল: ৮,৫০০—২০,৫৭০ টাকা (গ্রেড-১৯);

১৪. পদের নাম: অফিস সহায়ক (এমএলএসএস);

পদসংখ্যা: ২০টি;

বেতন স্কেল: ৮,২৫০—২০,০১০ টাকা (গ্রেড-২০);

১৫. পদের নাম: গার্ডেনার;

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল: ৮,২৫০—২০,০১০ টাকা (গ্রেড-২০);

আরও পড়ুন: বিটিসিএল ১৩১ অফিসার নেবে নবম–দশম গ্রেডে, আবেদন অনলাইনে

১৬. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী (সুইপার);

পদসংখ্যা: ৬টি;

বেতন স্কেল: ৮,২৫০—২০,০১০ টাকা (গ্রেড-২০);

১৭. পদের নাম: রানার;

পদসংখ্যা: ৮১টি;

বেতন স্কেল: ৮,২৫০—২০,০১০ টাকা (গ্রেড-২০);

১৮. পদের নাম: নিরাপত্তাপ্রহরী;

পদসংখ্যা: ৯টি;

বেতন স্কেল: ৮,২৫০—২০,০১০ টাকা (গ্রেড-২০);

আরও পড়ুন: সরকারি কর্মচারী হাসপাতালে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৯১

প্রার্থীর বয়স: ১৮ থেকে ৩২ বছর (১৫ জানুয়ারি ২০২৫ তারিখে);

আবেদন করতে পারবেন যেসব জেলার প্রার্থীরা—

পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয়, উত্তরাঞ্চল, অধিভুক্ত (কুড়িগ্রাম জেলার রৌমারী ও চর রাজিবপুর উপজেলা ও সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলা ব্যতীত) রাজশাহী ও রংপুর বিভাগের সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

চাকরির ধরন: পূর্ণকালীন; 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

কর্মস্থল: উত্তরাঞ্চল, রাজশাহী;

আরও পড়ুন: বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরে চাকরি, পদ ১৬

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রি-পেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৮ নম্বর পদের জন্য ১১২ টাকা, ৯ থেকে ১৮ নম্বর পদের জন্য ৫৬ টাকা ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে। তবে সব গ্রেডের ক্ষেত্রেই ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য সার্ভিস চার্জসহ ফি ৫৬ টাকা; 

আবেদনের শেষ তারিখ: আগামী ৫ ফেব্রুয়ারি ২০২৫;

আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।