ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশে চাকরি, কর্মস্থল ঢাকা
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ০৫:২৪ PM , আপডেট: ০৫ জানুয়ারি ২০২৫, ০৫:২৪ PM
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। প্রতিষ্ঠানটি ২ বছর মেয়াদি কোর প্রকল্পে ‘ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর (ডিইডি)’ পদে কর্মকর্তা নিয়োগে ২ জানুয়ারি প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীদের আগামী ১৮ জানুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
প্রতিষ্ঠানের নাম: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি);
পদের নাম: ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর (ডিইডি);
পদসংখ্যা: ১টি;
চাকরির ধরন: পূর্ণকালীন;
প্রকল্পের মেয়াদ: ২ বছর (প্রায়);
বেতন: ৪,১২,০২৯ টাকা;
আরও পড়ুন: ৯১০০০ বেতনে সার্ক কৃষি কেন্দ্রে চাকরি, কর্মস্থল ঢাকা
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
কর্মস্থল: ঢাকা;
আবেদনের যোগ্যতা—
*সমাজবিজ্ঞান, লিবারেল আর্টস, বিজনেস বা এ জাতীয় বিষয়ে উচ্চতর ডিগ্রি (পিএইচডি ডিগ্রি) থাকতে হবে;
*শিক্ষাজীবনে ন্যূনতম ২টি পরীক্ষায় ২টি প্রথম বিভাগ থাকতে হবে;
*কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়;
*সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ১৭ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। তন্মদ্ধে স্বনামধন্য কোনো প্রতিষ্ঠানে রিসার্চ, ম্যানেজমেন্ট, অ্যাকাডেমিক বা নীতিনির্ধারণী পর্যায়ে জ্যেষ্ঠ পদে ন্যূনতম ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
*স্ট্র্যাটেজিক প্ল্যানিং, পলিসি ডেভেলপমেন্ট, অর্গানাইজেশনাল অ্যান্ড প্রোগ্রাম ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট ও রিসোর্স মোবিলাইজেশনে দক্ষতা থাকতে হবে;
*মাইক্রোসফট অফিস স্যুট ও ইন্টারনেটের কাজে দক্ষ হতে হবে;
আরও পড়ুন: ওয়ার্ল্ড ভিশনে চাকরি, নানান সুবিধার সঙ্গে সাপ্তাহিক ছুটি পাবেন ২ দিন
যেভাবে আবেদন—
আগ্রহী প্রার্থীদের এখানে ক্লিকের পর Apply Now বাটনে ক্লিক করে আবেদন সম্পন্ন করতে হবে;
আবেদনের শেষ তারিখ: আগামী ১৮ জানুয়ারি ২০২৫;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।