১০ নভেম্বর ২০২৪, ১৭:৩৭

ঢাবিতে শিক্ষক নিয়োগ, স্নাতক-স্নাতকোত্তরে প্রথম শ্রেণি থাকলেই বিশেষ সুবিধা

ঢাবিতে শিক্ষক নিয়োগ, স্নাতক-স্নাতকোত্তরে প্রথম শ্রেণি থাকলেই বিশেষ সুবিধা
সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ শিক্ষক নিয়োগে আবেদনপত্র আহ্বান করেছে। প্রতিষ্ঠানটি ৩ সহকারী অধ্যাপক এবং ৩ প্রভাষক পদে শিক্ষক নিয়োগে বৃহস্পতিবার (৭ নভেম্বর) প্রকাশ করে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীদের রেজিস্ট্রারের দপ্তর হতে  নির্ধারিত ফরম সংগ্রহের মাধ্যমে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: ঢাকা বিশ্ববিদ্যালয়;

১. পদের নাম: সহকারী অধ্যাপক;

বিভাগ নাম: সমাজবিজ্ঞান বিভাগ;

পদসংখ্যা: ৩টি; 

বেতন স্কেল: ৩৫,৫০০—৬৭,০১০ টাকা (জাতীয় বেতন স্কেল- ২০১৫);

সহকারী অধ্যাপক পদের যোগ্যতা—

*প্রার্থীদের অবশ্যই সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণী/সিজিপিএ-৪ স্কেলে ন্যূনতম ৩.৫০-সহ এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগ/জিপিএ-৫ স্কেলে ন্যূনতম ৪.২৫ প্রাপ্ত হতে হবে;

*যেসব প্রার্থী স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় প্রথম স্থান/সর্বোচ্চ সিজিপিএ অর্জন করেছে তাদের ক্ষেত্রে এসএসসি বা এইচএসসি পরীক্ষার যেকোনো একটির অনুমোদিত শর্ত শিথিলযোগ্য;

*প্রার্থীদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে ন্যূনতম ৩ বছরের শিক্ষাদানের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা,

*পোস্ট-ডক্টরাল গবেষক পদে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা, 

*কোনো স্বনামধন্য গবেষণাসংস্থায় গবেষক/বৈজ্ঞানিক কর্মকর্তা/সমতুল্য পদে ৬ বছরের গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে;

*পিএইচডি ডিগ্রি থাকা প্রার্থীদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে ন্যূনতম ১ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে;

*প্রার্থীদের অবশ্যই ইনডেক্স/ডিওআই (ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার) সম্বলিত মানসম্পন্ন জার্নালে ন্যূনতম ৩টি গবেষণা প্রকাশনা থাকতে হবে;

*চাকরিরত প্রার্থীদের অবশ্যই নিয়োগদাতা প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করতে হবে;

আরও পড়ুন: শিক্ষক নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, নেই বয়সসীমা

২. পদের নাম: প্রভাষক;

বিভাগ: সমাজবিজ্ঞান বিভাগ;

পদসংখ্যা: ৩টি;

বেতন স্কেল: ২২,০০০—৫৩,০৬০/-টাকা (জাতীয় বেতন স্কেল- ২০১৫);

আবেদনের যোগ্যতা—

*প্রার্থীদের অবশ্যই সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর পরীক্ষার উভয়টিতে প্রথম শ্রেণি/সিজিপিএ-৪ স্কেলে ন্যূনতম ৩.৫০-সহ এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় প্রথম বিভাগ/জিপিএ-৫ স্কেলে ন্যূনতম ৪.২৫ পেতে হবে;

*যেসব প্রার্থী স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় প্রথম স্থান/সর্বোচ্চ সিজিপিএ অর্জন করেছে, তাদের ক্ষেত্রে এসএসসি বা এইচএসসি পরীক্ষার যেকোনো একটিতে অনুমোদিত শর্ত শিথিলযোগ্য;

*চাকরিরত প্রার্থীদের অবশ্যই নিয়োগদাতা প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করতে হবে;

দরকারি কাগজপত্র (উভয় পদের ক্ষেত্রে)—

*আবেদনপত্র;

*শিক্ষাগত যোগ্যতার সনদ;

*একাডেমিক নম্বরপত্র;

*প্রশংসাপত্র;

*অভিজ্ঞতার প্রমাণপত্রের সত্যায়িত কপি;

আরও পড়ুন: শিক্ষক নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়

আবেদন ফি—

আবেদন ফি হিসেবে ৭৫০ টাকা সমমূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয় বরাবর পাঠাতে হবে;

আবেদন যেভাবে—

পে-অর্ডার/ব্যাংক ড্রাফটের কপি, দরকারি কাগজপত্রসহ ৮ কপি আবেদনপত্র রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয় বরাবর আগামী ২৮ নভেম্বরের মধ্যে পাঠাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ২৮ নভেম্বর ২০২৪;

আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—