৫ ব্যাংকের ১৪৩৯ পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫৭৭১

  © লোগো

২০১৯ সাল ভিত্তিক সমন্বিত ৫ ব্যাংকের ১ হাজার ৪৩৯ শূন্য পদের জন্য লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি। এতে উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ৭৭১ জন প্রার্থী। আজ মঙ্গলবার এই ফল প্রকাশ করা হয়।

৫টি ব্যাংক হলো সোনালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, অগ্রণী ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড।

ব্যাংকার্স সিলেকশন কমিটি এক বিজ্ঞপ্তিতে বলছে, উত্তীর্ণ এসব প্রার্থীর মৌখিক পরীক্ষা আগামী ৬  আগস্ট থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার জন্য নতুন কোন কার্ড ইস্যু করা হবে না। মৌখিক পরীক্ষার সময় লিখিত পরীক্ষার প্রবেশপত্র নিয়ে আসতে হবে।

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৫টি ব্যাংকে ২০১৯ সাল ভিত্তিক ‘অফিসার (ক্যাশ)’ এর সর্বমোট পদ ১ হাজার ৪৩৯টি। এরমধ্যে সোনালী ব্যাংক লিঃ (৮৪৬টি), জনতা ব্যাংক লিঃ (১০৫টি), অগ্রণী ব্যাংক লিঃ (৪০০টি), রূপালী ব্যাংক লিঃ (৮৫টি) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিঃ (৩টি)।

ফলাফল দেখুন এখানে


সর্বশেষ সংবাদ