১৭ মার্চ ২০২৩, ১৭:০৮

৪ পদে ৬ জন নিয়োগ দেবে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো

বাংলাদেশ খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো  © ফাইল ফটো

বাংলাদেশ খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো রাজস্ব খাতভুক্ত চার পদে (১৩-১৬তম গ্রেড) অস্থায়ী ভিত্তিতে ছয়জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। 

আবেদনের সময়সীমা: ২০ মার্চ থেকে ৬ এপ্রিল ২০২৩, বিকেল পাঁচটা পর্যন্ত।

 

১. পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ১

যোগ্যতা: স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমান সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং সাঁটলিপির গতি প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ৫০ ও ইংরেজিতে সর্বনিম্ন ৮০ শব্দ। কম্পিউটার টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ২৫ ও ইংরেজিতে সর্বনিম্ন ৩০ শব্দ থাকতে হবে।

বয়স: ১৮-৩০ বছর

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

আরও পড়ুন: নারীকে সাহসের সঙ্গে লড়াইটা শেষ পর্যন্ত চালিয়ে নিতে হবে

২. পদের নাম: উচ্চমান সহকারী

পদসংখ্যা: ১

যোগ্যতা: স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমান সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ২৫ ও ইংরেজিতে সর্বনিম্ন ৩০ শব্দ থাকতে হবে।

বয়স: ১৮-৩০ বছর

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

৩. পদের নাম: কম্পিউটার অপারেটর/পিএ

পদসংখ্যা: ২

যোগ্যতা: উচ্চ মাধ্যমিক বা সমমান পাস। কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং/ডেটা এন্ট্রি ও টাইপিংয়ে অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ওয়ার্ড প্রসেসিংয়ে যথাক্রমে সর্বনিম্ন ৩০ ও ৪০ শব্দের গতি থাকতে হবে।

বয়স: ১৮-৩০ বছর

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

আরও পড়ুন: ছাত্রলীগের প্রোগ্রামে না যাওয়ায় মারধরের শিকার রাবি শিক্ষার্থী

৪. পদের নাম: ড্রাইভার

পদসংখ্যা: ২

যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমান পাস। বৈধ লাইসেন্সসহ হালকা মোটরযান চালানোর তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: ১৮-৩০ বছর

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

 

 

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে alljobs.query@teletalk.com.bd ঠিকানায় ই-মেইলে অথবা ১২১ নম্বরে যোগাযোগ করা যাবে। এ ছাড়া টেলিটকের জবপোর্টালেরর ফেসবুক পেজে মেসেজের মাধ্যমেও যোগাযোগ করা যাবে। ই-মেইল/মেসেজের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম, ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।

আরও পড়ুন: চতুর্থ গণবিজ্ঞপ্তি নিয়ে বিতর্ক, সনদ যাচাই করবে এনটিআরসিএ

আবেদন ফি

অনলাইনে ফরম পূরণ করার ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

সাধারণ জেলা কোটায় যেসব জেলার প্রার্থীর আবেদনের প্রয়োজন নেই: কুমিল্লা, বরিশাল, পটুয়াখালী, টাঙ্গাইল, গোপালগঞ্জ, নাটোর, সিরাজগঞ্জ, বগুড়া ও লালমনিরহাট। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

বয়সসীমা

২০২৩ সালের ১ মার্চ প্রার্থীর বয়স অবশ্যই ১৮ থেকে ৩০ বছরের মধ্যে থাকতে হবে। তবে মুক্তিযোদ্ধা/মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর এবং মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩০ বছর। ২০২০ সালের ২৫ মার্চ পর্যন্ত প্রার্থীদের বয়স সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলে আবেদন করার সুযোগ পাবেন।