অফিসার ক্যাডেট নিয়োগ দেবে বিমান বাহিনী, আবেদন চলছে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:০৮ AM , আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:০৮ AM
সম্প্রতি ৮৮ BAFA কোর্সের জন্য অফিসার ক্যাডেট পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বিমান বাহিনী। আগ্রহীরা ৯ এপ্রিল ২০২৩ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম : বাংলাদেশ বিমান বাহিনী
পদের নাম: অফিসার ক্যাডেট
আবেদনের যোগ্যতা: এইচএসসি ও এসএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম ৪.৫০ জিপিএ থাকতে হবে। বাংলাদেশের নাগরিক হতে হবে, বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে। উচ্চতা কমপক্ষে ৫৫ ইঞ্চি, অন্যান্য- কমপক্ষে ৬২ ইঞ্চি। বুকের মাপ কমপক্ষে ২৮ ইঞ্চি। দু চোখের দৃষ্টিশক্তির ভিডিপি)- ৬/৬, এটিসি এডিডব্লিউ ৬/১২ পর্যন্ত এবং লজিস্টিক ও ক্যাপ ৬/৬০ পর্যন্ত। (বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন)
বয়সসীমা: ১৬ বছর ৬ মাস থেকে ২২ বছর
যে সব সুযোগ-সুবিধা থাকছে:
১। বৈমানিক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ। এছাড়াও পরিস্টিক অফিসার এয়ার ট্রাফিক কন্ট্রোলার, এয়ার ডিফেন্স উইপন কন্ট্রোলার এবং ফিন্যান্স অফিসার হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ।
২। বিদেশে প্রশিক্ষয় প্রশিক্ষণের বিভিন্ন পর্যায়ে মেধাবী অফিসার ক্যাডেটদের এবং কমিশনপ্রাপ্তির পর অফিসারদের পেশাগত প্রশিক্ষণের জন্য বিদেশ গমনের সুযোগ।
৩। উচ্চ শিক্ষা সুবিখণ্ড বিমান বাহিনীর প্রধান শেখ মুজিবুর রহমান জ্যাভিয়েশন এর অ্যারোস্পেস ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-সহ দেশে বিদেশে মাস্টার্স ও পিএইচডিসহ উচ্চতর শিক্ষা অর্জনের সুযোগ।
৪। বাংলাদেশ দূতাবাস বিদেশে অবস্থিত বাংলাদেশ তাবাসসমূহে সামরিক/সহকারী সামরিক উপদেষ্টা পদে নিয়োগ প্রাপ্তির সুযোগ।
৫। অসস্থান ও রেশন নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্মত সুসজ্জিত বাসস্থান এবং ভর্তুকি মূল্যে রেশন প্রাপ্তির সুযোগ। দর যোগ্যতার ভিত্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি, নিইউপি, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, এমআইএসটি, ক্যাডেট কলেজ ও বিমানবাহিনী পরিচালিত বি ভূল কলেজে (বাংলা ও ইংলিশ ভার্সন) এবং ইংলিশ মিডিয়াম (ব্রিটিশ কারিকুলাম) এ অধ্যয়নের সুযোগ।
৬। বিমান বাহিনীর এক ঘাঁটি থেকে অন্য মাটিতে পরিবারে বিমান বা হেলিকপ্টার যোগে যাতায়াতের সুযোগ। ডিএসকে সুদমুক্ত গড়ি - প্লট প্রাপ্তির সুযোগ। চিকিৎসা সামরিক হাসপাতালে নিজ সন্তানদের উন্নত চিকিৎসা প্রয়োজনে নগদ অর্থ প্রদানসহ বিদেশে চিকিৎসার সুযোগ। পাশাপাশি সামরিক হাসপতালে পিতা, মাতা, শ্বর শাড়ির উন্নত চিকিতসার সুযোগ রয়েছে।
৭। শাখা পরিবর্তনের সুযোগ: উচ্চরনে অকৃতকার্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা অনুযাপন সাপেক্ষে অন্যান্য শাখায় কমিশন প্রাপ্তির সুযোগ।
আবেদনের প্রক্রিয়া: অনলাইনে আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের শেষ সময়: ৯ এপ্রিল ২০২৩
বিস্তারিত দেখেুন...