পর্দা নামল অমর একুশে গ্রন্থমেলার

পর্দা নামল অমর একুশে গ্রন্থমেলার
পর্দা নামল অমর একুশে গ্রন্থমেলার  © সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের কর্মসূচির মধ্যদিয়ে এবারের অমর একুশে বইমেলা শেষ হয়েছে। করোনা পরিস্থিতির কারণে চলতি বছরের বইমেলা আয়োজনই অনিশ্চিত হয়ে পড়েছিল।

তবে সংক্রমণ পরিস্থিতির উন্নতি হওয়ায় একটু দেরীতে হলেও পুরো একমাসই চলল বইমেলা। চলতি বছর শুরু থেকেই পাঠক-ক্রেতাদের পদচারণায় মুখর ছিল মেলা প্রাঙ্গণ। এবারের মেলায় বিক্রি আগের বছরের তুলনায় বেশি হওয়ায় খুশি প্রকাশকেরা। বাংলা একাডেমির হিসাব অনুযায়ী, এবার কমপক্ষে ৫২ কোটি ৫০ লাখ টাকার বই বিক্রি হয়েছে।

বইমেলা আয়োজক কমিটির সদস্য সচিব ড. মো. জালাল আহমেদ বলেন, বাংলা একাডেমির হিসেবে, চলতি বছর মেলায় প্রায় ৫২ কোটি ৫০ লাখ টাকার কেনা-বেচা হয়েছে। এর মধ্যে বাংলা একাডেমির বই বিক্রি হয়েছে ১ কোটি ২৭ লাখ টাকার। তবে ২০২১ সালে বইমেলায় মোট কেনা-বেচা হয়েছিল ৩ কোটি টাকার।

আরও পড়ুন: প্রচারণার অভাবে ক্রেতাশূন্য ডাকসু বইমেলা

‘‘সেই হিসেবে গত বছরের তুলনায় এবার সাড়ে ১৭ গুণ বেশি টাকার কেনা-বেচা হয়েছে। এছাড়া এবার মোট বই প্রকাশ হয়েছে ৩ হাজার ৪১৬টি। এর মধ্যে ‘মানসম্পন্ন’ বই নির্বাচিত হয়েছে ৯০৯টি। যা পুরো বইয়ের ২৬ শতাংশ। ২০২০ সালে এ হার ছিল ১৫ শতাংশ।’’

তিনি আরও বলেন, ২০২১ সালে একাডেমি মাত্র ৪৬ লাখ টাকার বই বিক্রি করেছিল। আজকের বিক্রি হিসাবে নিলে বাংলা একাডেমির মোট বিক্রি হবে কমপক্ষে ১ কোটি ৩৫ লাখ টাকা। ২০২০ সমগ্র মেলায় ৮২ কোটি টাকার বই বিক্রি হয়েছিল।

এদিকে, বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের কর্মসূচির মাধ্যমে মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বলেন, এবারের মেলা স্থগিত হয়ে গিয়েছল মূলত। সিদ্ধান্ত হয়ে গিয়েছিল মেলা হবে না। কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ১৫ তারিখ মেলা শুরু হয়। শঙ্কার মধ্য দিয়ে মেলা সফল হয়েছে।