বইমেলার ২৩তম দিনে ৫২ নতুন বই

অমর একুশে বইমেলা
অমর একুশে বইমেলা  © ফাইল ছবি

অমর একুশে বইমেলার ২৩তম দিন বুধবার (৯ মার্চ) নতুন বই এসেছে ৫২টি। এসব বইয়ের মধ্যে রয়েছে গল্প ৬টি, উপন্যাস ৫টি, প্রবন্ধ ৪টি, কবিতা ২২টি, গবেষণা ৫টি, জীবনী ১টি, মুক্তিযুদ্ধবিষয়ক ১টি, বঙ্গবন্ধুবিষয়ক ২টি ও সায়েন্স ফিকশন ১টি।

উল্লেখযোগ্য বইয়ের মধ্যে অসীম সাহার ‘১০০ মুজিব’ এসেছে মেলা। ড. রতন সিদ্দিকীর ‘হিন্দু কলেজ’ প্রকাশ করেছে অন্যপ্রকাশ। মোকারম হোসেন-এর ‘বঙ্গবন্ধুর বৃক্ষ ও প্রকৃতি ভাবনা’ প্রকাশ করেছে উৎস প্রকাশন।

ঐতিহ্য প্রকাশ করেছে মুহাম্মদ হাবীবুল্লাহ-এর অভিধান ‘রবীন্দ্রসাহিত্যে আরবি শব্দ’। অন্যপ্রকাশ থেকে এসেছে ফারুক সুমনের প্রবন্ধ ‘শিল্পের সারগাম’। খোশরোজ কিতাবমহল লি. থেকে এসেছে কর্নেল মোহাম্মদ আবদুল হকের গবেষণা ‘গৌরবের সেনাবাহিনী’।

নতুন বইয়েরর পূর্ণাঙ্গ তালিকা দেখুন এখানে


সর্বশেষ সংবাদ