সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ে ‘অনুভূতিরা মৃত’ উপন্যাসের মোড়ক উন্মোচন
- ইমরান হোসেন, প্রদায়ক
- প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৩২ AM , আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৩২ AM
রাজধানীর সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ে ‘অনুভূতিরা মৃত’ উপন্যাসের মোড়ক উন্মোচন হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের কো-অর্ডিনেটর জনাব দিদারুল ইসলাম ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন বিভাগের শিক্ষক শারমিন জাহান রুনা, আব্দুল হান্নান এবং ঈসমাইল হোসেন।
উপন্যাসটির লেখক সাকিব হাসান রুয়েল। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী। উপন্যাসটি অমর একুশে বইমেলায় ৪১১নং স্টলের কলি প্রকাশনীতে পাওয়া যাচ্ছে।