বইমেলার শেষ শিশুপ্রহরে শিশুদের উচ্ছ্বাস
- ইরফান হক
- প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:১৩ PM , আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৪৪ PM
ছুটির দিন মানে জমজমাট আর শিশুপ্রহর মানে শিশুদের কলতানে মুখরিত মেলা প্রাঙ্গণ। অমর একুশে বইমেলায় এ চিত্র নতুন নয়। শনিবার মেলার ২৩তম দিনে এমনই চিত্র দেখা যায়। এদিন বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ছিল মেলার শিশুপ্রহর।
মেলার দ্বার উন্মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই অভিভাবকরা শিশুদের নিয়ে মেলা প্রাঙ্গনে প্রবেশ করতে থাকেন। এদিন ছিল গ্রন্থমেলার শেষ শিশুপ্রহর। তাই মেলা প্রাঙ্গনে শিশু-কিশোরদের উপচে পড়া ভিড় দেখা গেছে। এদিন রাজধানীর বাহিরে থেকেও অভিভাবকরা তাদের শিশুদের নিয়ে এসেছেন মেলায়।
এদিকে, বিকাল থেকে রাত পর্যন্ত গ্রন্থমেলায় লোকসমাগম ছিল চোখে পড়ার মতো। ছুটির দিন হওয়ায় সব বয়সের মানুষ এদিন মেলায় ছুটে এসেছিলেন। বিকেল থেকে মেলায় প্রবেশপথগুলোতে ছিল দর্শনার্থীদের দীর্ঘ সারি। স্টলে স্টলে ছিল বই বিক্রির হিড়িক। বিক্রেতারা দম ফেলার ফুরসত পাচ্ছিলেন না। দর্শনার্থীদের হাতে হাতে নতুন বই শোভা পাচ্ছিল। এদিন মেলায় আজ নতুন বই এসেছে ১৮৬টি। সব মিলিয়ে শনিবারের বইমেলা ছিল জমজমাট।
মিরপুর থেকে পরিবারনহ মেলায় এসেছেন রিফাত আহমেদ। তিনি বলেন, প্রতিবছর মেলায় একবার হলেও আসা হয়। এবার আসি আসি করে আসতে পারিনি, তাই স্ত্রী-সন্তানকে নিয়ে শনিবার মেলায় এসেছি। বই কেনার চেয়ে মেলা প্রাঙ্গনে অনেক বাচ্চার সঙ্গে আনন্দ করাটাই সন্তানের কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। এখানে ছোটদের বিনোদনের জন্য বেশকিছু আয়োজন করা হয়েছে। তারা অভিভাবকদের সঙ্গে এখানে এসে অনেক উপভোগ করছে।
মুক্তচিন্তা প্রকাশনীর প্রকাশক শিহাব বাহাদুর বলেন, শিশুপ্রহর উপলক্ষে সকাল থেকে মেলায় শিশুদের পাশাপাশি বিভিন্ন বয়সী মানুষের ভিড় ছিল। বিকালেও অনেক শিশু মা-বাবার সঙ্গে মেলায় এসেছিল। অন্যান্য দিনের চেয়ে এদিন বিক্রির পরিমাণও বেশি ছিল বলে তিনি জানান।
গ্রন্থমেলা বিষয়ে সাপ্তাহিক সংবাদ সম্মেলন কাল: আগামীকাল রবিবার মেলার ২৪তম দিন। এদিন বেলা ৩টায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে বইমেলা বিষয়ে সাপ্তাহিক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী গ্রন্থমেলার বিভিন্ন বিষয়ে নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।
মূলমঞ্চে অনুষ্ঠান: আগামীকাল রবিবার মেলা চলবে বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত। বিকেল ৪টায় গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে বলধা গার্ডেন: আমাদের উদ্যান-ঐতিহ্য শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন মোকারম হোসেন। আলোচনায় অংশগ্রহণ করবেন হাশেম সূফী, মোহাম্মদ আলী খান, নূরুন্নাহার মুক্তা। সভাপতিত্ব করবেন বিপ্রদাশ বড়ুয়া। সন্ধ্যায় রয়েছে কবিকণ্ঠে কবিতাপাঠ, কবিতা-আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।