বইমেলায় এম. ফজলে রাব্বী’র প্রথম উপন্যাস ‘প্রিয় উপসংহার’

  © টিডিসি ফটো

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের ৪৪তম ব্যাচের ছাত্র এম. ফজলে রাব্বী’র প্রথম উপন্যাস ‘প্রিয় উপসংহার’। বইটির প্রচ্ছদ করেছেন আল নোমান। বইটি বইপোকা প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে।

বইটি আট দশটা সাধারণ মানুষের গল্প নিয়ে নয় বরং একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া দেশের প্রথম শ্রেণির নাগরিকের জীবনের গল্প নিয়ে। একটি ভার্সিটি ছাত্রের, ভার্সিটির প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত তার যে ভালো লাগা, খারাপ লাগা , ভয়, ভালোবাসা, আক্ষেপ স্বপ্ন-সবকিছুই উঠে এসেছে এই উপন্যাসের গল্পে। ফলে অন্য যেকোন বই থেকে স্বতন্ত্র উপন্যাসটি, যা তারুণ্যনির্ভর সমাজে অন্যরকম গুরুত্বের দাবি রাখে।

অত্যন্ত সাবলীল ভাষায় লেখা উপন্যাসটি পড়লে মনে হয়, পাঠকও যেনো সেই ভার্সিটিরই একজন ছাত্র, তার সামনেই ঘটছে সবকিছু। উপন্যাসের নায়ক নায়িকার সুখ, দুঃখ, হাসি-কান্না ছুয়ে যাবে পাঠককে। এ ছাড়া বইটিতে লেখকের সুপরিমিত হাস্যরস পাঠককে তৃপ্তি দিবে।

বইটি পাওয়া যাবে একুশে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের ১৯০, ১৯১ ও ১৯২ নং স্টলে।


সর্বশেষ সংবাদ